ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ০৪:৩০, ৮ ফেব্রুয়ারি ২০১৮

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ ফেব্রুয়ারি ॥ জেলার পত্নীতলা উপজেলাধীন মান্দাইন আবেদিয়া উচ্চ মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, অনিয়ম ও সকল পরিচালনা কাজে অদক্ষতা এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানে ব্যর্থতার অভিযোগ উত্থাপিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করেন খোদ স্কুল ম্যানেজিং কমিটি। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মর্তুজা আলীর পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান। লিখিত বক্তব্যে অডিট কমিটির রিপোর্টের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক গত তিন বছরে লাখ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে হাতে রেখে ইচ্ছেমতো খরচ করেছেন। গত ২০১৩ সালে ৪ লাখ ৮০ হাজার ৭শ’ ৬৮ টাকা, ২০১৪ সালে ৬ লাখ ৭৫ হাজার ৪শ’ ৫ টাকা, ২০১৫ সালে ৩ লাখ ৬৭ হাজার ১শ’ ৬৪ টাকা এবং ২০১৬ সালে ৩ লাখ ৬৭ হাজার ১শ’ ৬৪ টাকা ব্যাংকে জমা না রেখে বিধি বহির্ভূতভাবে নিজ হাতে রেখে ইচ্ছেমতো ব্যয় করেছেন। এই সময়ে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে নিজস্ব প্রায় ৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। স্কুল ম্যানেজিং কমিটি কর্তৃক গঠিত অডিট কমিটির সদস্য আকতারুজ্জামান, মুনসুর আলী, নুর আলম, সাইফুল ইসলাম স্বাক্ষরিত অডিট রিপোর্টে এই অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!