ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

‘নির্বাচন সামনে রেখে ঢাবি অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

প্রকাশিত: ০৫:৩০, ২৯ জানুয়ারি ২০১৮

 ‘নির্বাচন সামনে রেখে ঢাবি অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর কার্যালয় ভাংচুর ও আটকে রেখে শিক্ষার্থীদের অশোভন আচরণের প্রতিবাদে রবিবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে শিক্ষক সমিতি। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল এ মত প্রদান করেন। মানববন্ধনে অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ, অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক ড. সৌমিত্র শেখর, অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান, অধ্যাপক ড. জিয়াউর রহমান, অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল। তিনি বলেন, আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিল। তারা রাজনৈতিক ফায়দা নিতেই এ অন্যায় আন্দোলন করেছে। ভাংচুর ও উপাচার্যসহ শিক্ষকদের আটক করে আন্দোলন করা উচিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে না করে অন্যায়ভাবে আন্দোলন করা হয়েছে। তিনি বলেন, যারা ভিসিকে লাঞ্ছিত, বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করেছে এবং তদন্তের প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা বলেন, সেদিন উপাচার্য তাদেরকে ডেকেছিলেন যাতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যায়। কিন্তু তখন তারা উপাচার্যের ডাকে সাড়া না দিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়ার জন্য উপাচার্যের সঙ্গে যে অশোভন আচরণ করেছে, তা কোনভাবেই কাম্য নয়।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!