ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট

জাতিসংঘে আজ গণস্বাক্ষর পেশ করবে তিন বাম দল

প্রকাশিত: ০৪:১৭, ২২ অক্টোবর ২০১৭

জাতিসংঘে আজ গণস্বাক্ষর পেশ করবে তিন বাম দল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে বাধ্য করার দাবিতে আজ ২২ অক্টোবর বেলা ১১টায় জাতিসংঘের ঢাকার বাংলাদেশ কার্যালয়ে স্মারকলিপি ও সংগৃহীত লক্ষাধিক গণস্বাক্ষর প্রদান করা হবে। স্মারকলিপি প্রদানকালে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, রোহিঙ্গা সমস্যা সমাধানে ৫টি দাবিতে জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি পেশের জন্য সারাদেশে সিপিবি, বাসদ ও বাম মোর্চা গণস্বাক্ষর অভিযান পরিচালনা করে। জাতিসংঘের মহাসচিব বরাবর যেসব দাবি জানিয়ে সিপিবি, বাসদ ও বাম মোর্চা গণস্বাক্ষর সংগ্রহ করে সেগুলো হচ্ছে : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে শরণার্থীর মর্যাদা দিন এবং তাদের থাকা খাওয়া, চিকিৎসা, শিক্ষাসহ সভ্য জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করা, মিয়ানমারে বর্বরতা-গণহত্যা বন্ধ করতে মিয়ানমারকে বাধ্য করা, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে এবং তাদের মিয়ানমারের নাগরিকত্বের স্বীকৃতি দিতে বাধ্য করা, মিয়ানমার রোহিঙ্গাদের অবাধ চলাফেরাসহ বসবাসের উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতিসংঘের তত্ত্বাবধানে কফি আনান কমিশন এর রিপোর্ট বাস্তবায়ন করা। স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এম আবুল কালাম আজাদ শনিবার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের লন্ডনে মোরফিল্ড চক্ষু হাসপাতাল ও বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসা গ্রহণের কথা রয়েছে। চিকিৎসা শেষে আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে উপ-প্রেস সচিব জানান। -বাসস
×