ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

প্রতিবাদের ভাষা যখন গোঁফ

প্রকাশিত: ০৫:২৯, ৭ অক্টোবর ২০১৭

প্রতিবাদের ভাষা যখন গোঁফ

ভারতের গুজরাট রাজ্যের দলিতরা নিজেদের গোঁফসহ ছবি দিয়ে সামাজিক মাধ্যমের প্রোফাইল বানিয়ে এক অভিনব প্রতিবাদ শুরু করেছেন।গত কয়েক দিনে গোঁফ রাখার অজুহাতে উচ্চ বর্ণের লোকজন অন্তত চারজন দলিতের ওপরে হামলা চালিয়েছে। দলিত শ্রেণীর এক যুবক গরবা নাচ দেখতে গিয়ে খুন হন গত সপ্তাহে। একের পর এক হামলার দায় নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেশকিছু দলিত যুবক। তারা বলছেন, দলিতদের ওপরে আক্রমণের কোন সাজা হয় না বিজেপিশাসিত গুজরাটে, অথচ সেই রাজ্যেরই সব থেকে পরিচিত ব্যক্তিত্ব মোহনদাস করমচাঁদ গান্ধী এই দলিতদেরই আপন করে নিয়ে হরিজন নাম দিয়েছিলেন। সতের বছর বয়সী দলিত ছাত্র দিগন্ত মাহেরিয়া যখন মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটরসাইকেলে চেপে এসে তার পিঠে ব্লেড চালিয়ে দেয়। তার এক ভাই পিযুষ পারমা গত সপ্তাহে মার খেয়েছে। এদের অপরাধ, দলিত সম্প্রদায়ের মানুষ হয়েও এরা গোঁফ রেখেছিল। সন্দেহ করা হচ্ছে, আক্রমণকারীরা রাজপুত সম্প্রদায়ের যারা মনে করে যে দলিত শ্রেণীর মানুষের গোঁফ রাখার অধিকার নেই। তারপরেই গুজরাটের দলিতরা সামাজিক মাধ্যমে নিজেদের ছবি বদলে দিতে শুরু করেছেন নিজের ডিসপ্লে পিকচারে গোঁফ সহকারে ছবি দিচ্ছেন তারা। দলিতদের অধিকারের জন্য আন্দোলন করেন জিগনেশ মেওয়ানী। তিনি বলেন, গত বছর উনাতে চারজন দলিতকে পিটিয়ে মেরে ফেলা হয় যা নিয়ে সারাদেশে ব্যাপক প্রতিবাদ হয়। তিনি বলেন, কিন্তু গুজরাটের দলিতদের ওপরে তার থেকে বহু গুণ বেশি অত্যাচার প্রতিদিন ঘটছে। আর এত বছর ধরে সেসব অত্যাচারের কোন বিচার হয়নি। রাজ্যে দলিতদের ওপরে অত্যাচারের ১০০ ঘটনা হলে, ৯৭ জন অভিযুক্তই ছাড়া পেয়ে যান। তিনি বলেন, ‘সব ঘটনাতেই উচ্চ বর্ণের লোকেরা জড়িত, তাই বিজেপিশাসিত সরকার বলতে গেলে কিছুই করে না। এত দিন ধরে জমে থাকা ক্ষোভ এবারে সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে।’ জিগনেশ মেওয়ানী বলেন, শুধু গোঁফ রাখার কারণে উচ্চ বর্ণের লোকেরা দলিতদের মারছে। নবরাত্রির উৎসবে গরবা নাচ দেখতে গিয়েছিল বলে এক দলিত যুবককে দেওয়ালে মাথা ঠুকে দিয়ে মেরে ফেলা হল। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধীজির কথা বলেন, যে গান্ধীজি দলিতদেরই হরিজন বলে আপন করে নিয়েছিলেন, তাদেরই আজ এই অত্যাচার সহ্য করতে হচ্ছে গুজরাটের গ্রামে গ্রামে।-বিবিসি অবলম্বনে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!