ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এটা বাংলাদেশে মিয়ানমারের পরোক্ষ হামলা ॥ সিলেটে মুহিত

প্রকাশিত: ০৪:৪২, ১২ সেপ্টেম্বর ২০১৭

এটা বাংলাদেশে মিয়ানমারের পরোক্ষ হামলা ॥ সিলেটে মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এটা মিয়ানমারের ‘পরোক্ষ আক্রমণ”। ‘হ্যাঁ, ইট ইজ এ্যান এ্যাটাক অন বাংলাদেশ। এটা বার্মার ইনডাইরেক্ট এ্যাটাক অন বাংলাদেশ। এ্যান্ড ইট মাস্ট বি রেজিস্টেট। ইট ইজ এ রউগ (দুর্বৃত্ত) গবর্নমেন্ট। এবং রউগ (দুর্বৃত্ত) গবর্নমেন্টকে কীভাবে তাদের ব্যবস্থা করতে হয় সেটা আমাদের চিন্তা করতে হবে, আমাদের, মানে সারা দুনিয়ার চিন্তা করতে হবে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গবর্নিং বডির সভাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তবে অর্থমন্ত্রী তার মন্তব্যকে ব্যক্তিগত মন্তব্য বলে জানান সাংবাদিকদের। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে সরকারের নিজস্ব যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী কাজ চলছে। রোহিঙ্গাদের জন্য যা কিছু করা দরকার আমরা তা করছি, তাদের আশ্রয়ও দিচ্ছি এবং তাদের জন্য আমরা দাবিও করেছি যে, মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য একটা সেফ জোন সৃষ্টি করার দরকার। আমার মনে হয়, আমাদের নীতিমালা ঘোষণা যথোপযুক্ত।’ রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি নেতাদের আন্দোলনের হুমকির বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, ‘অন্য কোন দল কিছু করতে চায় করুক। এটা পার্টি হিসেবে তাদের সিদ্ধান্ত। বিষয়টি সরকার যেভাবে মোকাবেলা করার সেভাবেই করবে। আমার মনে হয় বিএনপি একটা এগজিসটেন্স প্রবলেম হয়ে দাঁড়িয়েছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!