ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কৃতী শিক্ষার্থীদের অনুদান প্রদান

প্রকাশিত: ০৭:০৯, ১৮ জুন ২০১৭

কৃতী শিক্ষার্থীদের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার যশোরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যশোর ও নড়াইল জেলার এইচএসসি উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ২২২ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। যশোর জিলা স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের টাকা তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার আনিসুর রহমান। জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি জন এস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর পরিচালক আজিজুল হক। অবৈধ দখলদারদের উচ্ছেদ দাবিতে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা গ্রামের অবৈধ জবর দখলকারীদের উচ্ছেদের দাবি জানিয়েছে এলাকার ভুক্তভোগী ২৫টি পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, ময়মনসিংহের সাবেক এক পুলিশ কর্মকর্তা তাঁর মাতা ও নিকটাত্মীয়ের নামে নির্বাহী প্রকৌশলী ও বেজ্ঞানিক কর্মকর্তাসহ এলাকার ২৫ পরিবারকে উচ্ছেদ করে ১০০ একর জমি জবরদখল করে রাতারাতি সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। এর ভেতরে সরকারী বনের জায়গাও রয়েছে। জবরদখল ও সীমানা প্রাচীর নির্মাণের পুরো সময়জুড়ে ছিল স্থানীয় পুলিশসহ গু-া মস্তান পাহারায়। এ সময় প্রতিবাদ করতে গিয়ে অনেকে মিথ্যা মামলায় গ্রেফতার ও জেল জুলুমের শিকার হয়েছেন। ফুলবাড়িয়ায় থানায় অভিযোগ দিলেও পুলিশ এই ঘটনায় কোন মামলা নেয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অবিলম্বে দেয়াল ভেঙ্গে তাদের জায়গা জমি উদ্ধারের দাবি জানিয়েছে। জবরদখল করা জমিতে বর্তমানে আভা কৃষি খামার-এর সাইনবোর্ড ঝুলছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন এনামুল হক কাজল। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ হেল বাকী, আবু বকর সিদ্দিক, হাবিবুর রহমান, আবুল হোসেন, আব্দুল আলিম, আব্দুল মোতালেব, আব্দুর রশিদ, মনির হোসেন, নাছিমা ও হেলেনা আক্তারসহ দুলমা গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গজারিয়ায় ফার্নিচার মার্কেটে আগুন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ভবেরচর ফার্নিচার মার্কেটে আগুনে পাঁচ দোকানের মালামাল পুড়ে গেছে। শুক্রবার রাতে এ আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। মার্কেটের দোকান মালিক মোশারফ হোসেন জানান, তার নিজের ভাড়া দেয়া তিনটি দোকানঘরসহ স্বদেশ ফার্নিচার ও আলী হোসেনের দোকানঘরসহ পাঁচ দোকান পুড়ে গেছে। রাত সাড়ে নয়টায় স্বদেশ ফার্নিচার দোকানের ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে স্বদেশ ফার্নিচার দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামাল, সাইফ ফার্নিচারসহ বাকি চার দোকানেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!