ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অননুমোদিত বিলবোর্ড ব্যানার ফেস্টুন ও পোস্টার সরিয়ে নেয়ার তাগিদ

প্রকাশিত: ০৬:০৮, ১৪ অক্টোবর ২০১৬

অননুমোদিত বিলবোর্ড ব্যানার ফেস্টুন ও  পোস্টার সরিয়ে  নেয়ার তাগিদ

অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার দ্রুত অপসারণের তাগিদ দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও গলিপথ বিভিন্ন দিবস বা অনুষ্ঠান উপলক্ষে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত বা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ছবি সম্বলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যাওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় তিনি এ তাগিদ দিলেন। তিনি বলেন, প্রতিদিনই আমরা শহর পরিষ্কার করি, আবার প্রতিদিনই কেউ না কেউ ব্যানার বা পোস্টার লাগাচ্ছি। একা মেয়রের অফিস শহর পরিচ্ছন্ন রাখতে পারে না, এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। নগরবাসী, বিশেষতঃ এসব বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের জ্ঞাতার্থে জানানো প্রয়োজন যে, শহরের পরিচ্ছন্নতা রক্ষা ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম একটি আইনের অধীনে পরিচালিত হয়। সিটি কর্পোরেশন (ট্যাক্স) বিধিমালা, ১৯৮৬ এর ৭৪ ধারায় সুস্পষ্ট উল্লেখ আছে, বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে নিজস্ব বা সিটি কর্পোরেশনের জায়গায় যে কোন বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন জাতীয় স্থাপনা নির্মাণে আবশ্যিকভাবে সিটি কর্পোরেশনের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে এবং এ বাবদ সিটি কর্পোরেশনের নির্ধারিত কর পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠান, সড়কদ্বীপ ও অন্যান্য স্থানে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বিভিন্ন দিবসে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন বা পোস্টার স্থাপন করতে চাইলে সিটি কর্পোরেশনে আবেদন করে আগাম অনুমোদন নিতে হবে। -বিজ্ঞপ্তি
×