ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ সেলফি তুলতে গিয়ে মৃত্যুর মহামারি

প্রকাশিত: ২০:৫১, ৭ জুলাই ২০১৬

ঝুঁকিপূর্ণ সেলফি তুলতে গিয়ে মৃত্যুর মহামারি

অনলাইন ডেস্ক॥ গত সপ্তাহে এক জার্মান পর্যটক পেরুর আন্দিজ পর্বতমালার ওপরে ইনকা সভ্যতার প্রত্নতাত্মিক ধ্বংসাবশেষ মাচু পিচু থেকে লাফ দিয়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মাত্র একদিন আগে দেশটির গোকটা জলপ্রপাতে একইভাবে ছবি তুলতে গিয়ে আরেকজনের মৃত্যু হয়। এভাবে ঝুকিপুর্ণভাবে সেলফি তুলতে গিয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। প্রাইসওনোমিকস এর গবেষণা মতে, সেলফি-সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উচ্চস্থান থেকে পড়ে ও পানিতে ডুবে। সেলফি তুলতে গিয়ে মারা পড়াদের গড় বয়স ২১। আর এদের ৭৫ শতাংশই পুরুষ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঝুঁকিপূর্ণ সেলফি তুলতে গিয়ে ২০১৬ সালের জানুয়ারি মাসে ভারতে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়। এর ফলে ভারত সরকার দেশটির পর্যটনকেন্দ্রগুলোতে “নো সেলফি” জোন সৃষ্টি করতে বাধ্য হয়। ওদিকে রাশিয়ার সরকার গত বছর নিরাপদ সেলফি তোলার দিক নির্দেশনা সম্বলিত একটি পাবলিক গাইড প্রকাশ করেছে। নরওয়ের পর্যটন বোর্ডও তাদের ওয়েব পেজে নিরাপদ সেলফি তোলার দিকনির্দেশনা প্রকাশ করেছে। আর চলতি বছরের প্রথম দিনে নববর্ষ উদযাপন করতে গিয়ে নিউ ইয়র্কের ফোর সিজন হোটেলের ছাদের কার্নিশ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। গত দুই বছর ধরেই ঝুঁকিপূর্ণভাবে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর হারে কোনো কমতি দেখা যাচ্ছে না। যা খুবই উদ্বেগজনক। ইতোমধ্যেই বিশ্বব্যাপী ইন্টারনেট আসক্তির কারণে মানসিক অসুস্থতার মহামারি দেখা দিয়েছে। সেলফিও প্রযুক্তি সংশ্লিষ্ট কোনো মানসিক অসুস্থতার মহামারির কারণ হয়ে ওঠার আগেই আমাদেরকে সাবধান হতে হবে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!