ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

র‌্যাঙ্ক আপগ্রেড

রাষ্ট্রপতির সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৭:৪৩, ১৯ জানুয়ারি ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

নৌবাহিনী প্রধান এডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, র‌্যাঙ্ক আপগ্রেড হওয়ায় রাষ্ট্রপতি নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান। নৌবাহিনী প্রধানের র‌্যাঙ্ক ভাইস এডমিরাল থেকে এডমিরাল এবং বিমান বাহিনী প্রধানের র‌্যাঙ্ক এয়ার মার্শাল থেকে এয়ার চীফ মার্শাল করা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে নৌবাহিনী প্রধান এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনী প্রধান আবু এসরারকে তাদের নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়। খবর বাসসর। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, তাদের এই পদোন্নতি লাভের ফলে র‌্যাঙ্কগুলো অন্যান্য দেশের বাহিনীর সমপর্যায়ে এসেছে এবং তাদের দায়িত্ব সাবলীল ও যথাযথভাবে পালন করার ক্ষেত্রে সহায়ক হবে। তিনি আরও বলেন, এই আপগ্রেডের পর সশস্ত্র বাহিনীর দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার র‌্যাঙ্ক আপগ্রেডের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে তার সহযোগিতা কামনা করেন। এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের ভাইস-চ্যান্সেলর (বিইউপি) মেজর জেনারেল শেখ মামুন খালেদ বঙ্গবভনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিইউপি ভিসি আগামী ২১ জানুয়ারি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবার পর খুব স্বল্প সময়ে বিভিন্ন কোর্স চালু হওয়ায় এবং শিক্ষার মান নিশ্চিত করে সময়মতো কোর্স সম্পন্ন করায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!