ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বহিঃসমর্পণ করা হবে না

প্রকাশিত: ০৪:০৩, ২৭ অক্টোবর ২০১৮

 বহিঃসমর্পণ করা হবে না

লাখ লাখ মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য অন্য কোন দেশে বহিঃসমর্পণ না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে একুয়েডর। চলতি বছরের আগস্টে কুইটোর জিজ্ঞাসার জবাবে লিখিত উত্তরে লন্ডন এ কথা জানায়, বৃহস্পতিবার একুয়েডরের সরকারী কৌঁসুলি ইনিগো সালভাদর সাংবাদিকদের এ তথ্য দেন। সুইডেনে বহিঃসমর্পণ এড়াতে ২০১২ সালে লন্ডনের একুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন এ্যাসাঞ্জ।-ওয়েবসাইট
×