ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে সাংবাদিক বুখারি হত্যার প্রতিবাদে ধর্মঘট অব্যাহত

প্রকাশিত: ২০:১১, ২০ জুন ২০১৮

কাশ্মীরে সাংবাদিক বুখারি হত্যার প্রতিবাদে ধর্মঘট অব্যাহত

অনলাইন ডেস্ক ॥ কাশ্মীরের শীর্ষ সংবাদপত্র দৈনিক ‘রাইজিং কাশ্মীর’-এর সম্পাদক সুজাত বুখারিকে হত্যার প্রতিবাদে গত চার দিন ধরে তাঁর নিজ বারামুলায় অঘোষিত ধর্মঘট অব্যাহত আছে। গত বৃহস্পতিবার ঈদের আগমুহূর্তে শ্রীনগরে নিজ অফিসের কাছে গাড়ি থাকা অবস্থায় সুজাত বুখারিকে হত্যা করা হয়। তিন মোটর সাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একই হামলায় তার একজন দেহরক্ষীও নিহত হয়েছেন এবং আরেক দেহরক্ষীও গুরুতর আহত হন। সুজাতের মৃত্যুতে কাশ্মীরের সাংবাদিকরা দল-মত নির্বিশেষ প্রতিবাদে শামিল হয়েছে। ভারতের ‘এডিটরস্ গিল্ড’ও সুজাত বুখারিকে হত্যার প্রতিবাদে বিবৃতি দিয়েছে। অনেক দৈনিক পত্রিকা এই হত্যার প্রতিবাদে খালি রেখে দিয়েছে সম্পাদকীয়ের স্থানটি। তিনি বিবিসি অনলাইনের কাশ্মীর প্রতিনিধিও ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে তারাও। এদিকে স্বাধীনতাকামীদের জোট বৃহস্পতিবার সুজাত হত্যার প্রতিবাদে কাশ্মীরজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। তারা এ হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্তের দাবিও জানান। ২০১৬ সালে কাশ্মীরের সাংবাদিকদের মৃত্যুঝুঁকি নিয়ে বিবিসিতে এক প্রতিবেদন করেছিলেন। সেখানে তিনি লিখেন, মৃত্যুর হুমকি, ভীতি প্রদর্শন, গ্রেফতার এবং সেন্সরশিপ আরোপ হচ্ছে কাশ্মীরের সাংবাদিকদের নিত্যদিনের অংশ। বুখারি ছিলেন কাশ্মীরের নামকরা সাংবাদিক। ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য হিন্দুতেও কাজ করেছিলেন এর আগে। ১৯৮৯-এর পর থেকে তিনিসহ কাশ্মীরে এখন পর্যন্ত ১৯ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!