ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে ৯ মন্ত্রীসহ ১০৮ রাজনীতিকের দুর্নীতি তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ এপ্রিল ২০১৭

ব্রাজিলে ৯ মন্ত্রীসহ ১০৮ রাজনীতিকের দুর্নীতি তদন্তের নির্দেশ

ব্রাজিলের দুর্নীতি সঙ্কট প্রেসিডেন্ট মিচেল তিমারের সরকারের প্রাণকেন্দ্রে আঘাত করেছে। এ দুর্র্নীতি তদন্ত শুরু হচ্ছে ৯ মন্ত্রী ও বেশ কয়েকজন আইনপ্রণেতার বিরুদ্ধে। খবর এএফপির। সুপ্রীমকোর্ট এর মধ্যেই এ বিশাল চলমান ‘কার ওয়শ’ তদন্তে ১০৮ জন রাজনীতিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলে ব্রাজিলীয় মিডিয়া বিষয়টিকে ‘বোমা’ এমনকি ‘পরমাণু বোমা’ বলে আখ্যায়িত করেছে। যাদের বিরুদ্ধে তদন্ত করা হবে তাদের মধ্যে মন্ত্রী থেকে শুরু করে সিনেটররা রয়েছেন। এদের মধ্যে রয়েছেন অন্তত ৪ জন সাবেক প্রেসিডেন্ট ও রিওডি জেনিরোর মেয়র। তাদের সকলের বিরুদ্ধে ব্যাপক অর্থ আত্মসাত ও ঘুষ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস থেকে এ অর্থ আদায় করা হয়েছে এবং এ অর্ধেক অর্থ দিয়ে প্রধান রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয় মেটানো হয়েছে। এ তথাকথিত ‘কার ওয়াশ’ তদন্ত এর মধ্যেই তিন বছরে পড়ল। কিন্তু এ নতুন তদন্তে আইনগত হস্তক্ষেপে এক নাটকীয় আলোড়নের আভাস পাওয়া যায়। এ তদন্তের নির্দেশ তিমারের ব্যাপকভাবে অ-জনপ্রিয় সরকারের স্থিতিশীলতার প্রতিও হুমকিস্বরূপ। কারণ, ব্রাজিলকে ঐতিহাসিক অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধারের লক্ষ্যে ব্যয় সংকোচন নীতি গ্রহণে আইন প্রণয়নের চেষ্টা করছে তিমার। সুপ্রীমকোর্টের দলিলে দেখা যায়, অভিযোগ আনা রাজনীতিবিদদের তালিকায় ৯ মন্ত্রী রয়েছেন। এদের মধ্যে আছেনÑ তিমারের প্রভাবশালী চীফ অব স্টাফ এলিসিউ পাদিলহা, নব নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী এ্যালোয়সিয়ো নুনেস ও কৃষিবিষয়কমন্ত্রী ব্লেইরো ম্যাগি। উপরন্তু, সুপ্রীমকোর্ট রিও ও সাও পাউলো রাজ্যের দুই গবর্নর ও আইন পরিষদের নিম্নকক্ষের কমপক্ষে ৪০ জন সদস্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। পার্লামেন্ট সদস্যদের মধ্যে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের দুই স্পীকারও রয়েছেন। কিন্তু সুপ্রীমকোর্টের এ তালিকায় অনেকেই রয়েছেন বেশ উল্লেখযোগ্য ব্যক্তি যারা এখন আর তাদের পদে বহাল নেই। এদের মধ্যে রয়েছেন ৩ জন সাবেক প্রেসিডেন্ট। এরা হচ্ছেন- ফার্নান্দো হেনরিক কার্ডোসো, বামপন্থী আইকন লুই ইনাসিও লুলা দা সিলভা ও তার উত্তরসূরি দিলমা রুসেফ। চতুর্থ সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো কলার ডিমোলার তদন্ত হবে সুপ্রীমকোর্টের আওতায়। কারণ, তিনি বর্তমানে একজন সিনেটর হিসেবে দায়িত্বে রয়েছেন। ব্রাজিলের মিডিয়া রিপোর্টে বলা হয়, অন্য একজন পঞ্চম প্রেসিডেন্ট জোস সার্নির নামও রয়েছে তদন্ত তালিকায়। গত বছর অলিম্পিক চলার সময়ে রিওডি জেনিরিওয়ের সাবেক মেয়র এডুয়ার্ডো পায়েসেরও নাম রয়েছে তালিকায়। তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫০ লাখ রিয়ায়িম (৪৮ লাখ ডলার) ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। ওডেব্লেকট নির্মাণ প্রতিষ্ঠানের সাবেক প্রধান নির্বাহীসহ ৭৭ সাবেক কর্মকর্তা পেট্রোব্লাস ও কংগ্রেসে অনুকূল সদস্যদের সঙ্গে চুক্তির বিনিময়ে রাজনীতিবিদকে ঘুষ দেয়ার কথা স্বীকার করেছেন। -এএফপি
×