ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রিপাবলিকান প্রাইমারিতে ফিলোঁ প্রথম জুপে দ্বিতীয়

ফ্রান্সে নির্বাচনী লড়াই থেকে সারকোজি নকআউট

প্রকাশিত: ০৪:১৭, ২২ নভেম্বর ২০১৬

ফ্রান্সে নির্বাচনী লড়াই থেকে সারকোজি নকআউট

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি মধ্যডানপন্থী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রাইমারি থেকে বাদ পড়েছেন। প্রাইমারিতে পরাজয় স্বীকার করে সারকোজি মধ্যপন্থী নেতা সাবেক প্রধানমন্ত্রী ফ্রাসোয়াঁ ফিলোঁর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। রবিবারের প্রথম দফা ভোটে ফিলোঁ প্রথম হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী এ্যালাঁ জুপে প্রাইমারিতে দ্বিতীয় হয়েছেন। ফ্রাসোয়াঁ ফিলোঁ ও এ্যালাঁ জুপের মধ্যে আগামী রবিবার দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। এই দুজনের মধ্যে যিনি জয়ী হবেন তিনি আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খবর বিবিসির। রিপাবলিকান পার্টির প্রাইমারিতে সম্ভাব্য বিজয়ী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে উগ্র দক্ষিণপন্থী নেত্রী মেরি লা পেঁর মুখোমুখি হবেন। ক্ষমতাসীন সোশ্যালিস্টদের জনপ্রিয়তা হারানো এবং বিভক্তির কারণে কোন বামপন্থী প্রার্থী এপ্রিলে অনুষ্ঠিতব্য প্রথম দফা নির্বাচনে টিকবেন বলে মনে হয় না। জনমত জরিপে দেখা গেছে, মধ্য ডানপন্থী প্রার্থী মে মাসে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী হবেন। সারকোজি (৬১) তার সমঝোতামূলক ভাষণে বলেছেন, আমার কোন তিক্ততা নেই। আমার কোন দুঃখবোধ নেই। দেশের যাতে ভাল হয় সেটাই আমি চাই সারকোজি সাংবাদিকদের জানিয়েছেন, কিভাবে তিনি ৬২ বছর বয়সী নেতা ফ্রাসোয়াঁ ফিলোঁর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি বলেন, ফিলোঁর ‘রাজনৈতিক পছন্দ,’ জুপের চাইতে অপেক্ষাকৃত আমার কাছাকাছি। ফিলোঁ ২০০৭ ও ২০১২ সালের মধ্যবর্তী সময়ে প্রেসিডেন্ট সারকোজির আমলে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। দুই বছর আগে রাজনীতিতে প্রত্যাবর্তনের সময় থেকে সারকোজি দেখেছেন তার মধ্য ডানপন্থী আধিপত্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ধীরে ধীরে কমে যাচ্ছে। তিনি নির্ভর করেছেন কঠোর দক্ষিণপন্থী এজেন্ডার ওপর। এক্ষেত্রে তাকে উগ্র দক্ষিণপন্থী নেত্রী মেরি লা পেঁর নীতিমালার কাছাকাছি অবস্থান করতে হয়েছে। নিরাপত্তা, অভিবাসন ও ফরাসী পরিচয়ের মতো ঝুঁকিপূর্ণ ইস্যুগুলোতে তাকে অবস্থান গ্রহণ করতে হয়েছে। এগুলো তার নীতিমালা কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন ছিল। এ বিষয়টিই তাকে দৃশ্যত ফ্রান্সবাসীর কাছে বিরূপ করে তুলেছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে তার পূর্ববর্তী রেকর্ড কিংবা তার কেলেঙ্কারিসমূহ ক্ষমতা হারানোর পর থেকে তাকে তাড়া করে ফিরছে। এর ফলে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা সত্যিকারভাবে শুরু হওয়ার আগে সারকোজি ছিটকে পড়লেন। ফ্রান্সের সোশ্যালিস্ট প্রেসিডেন্টের জনপ্রিয়তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে চলে আসায় রবিবারের দলীয় প্রাইমারিকেই অনেকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের অনানুষ্ঠানিক প্রথম রাউন্ড বলে বিবেচনা করেছে। কেননা মধ্য ডানপন্থী মনোনয়নের জন্য যেই জিতুক তাকেই উগ্র দক্ষিণপন্থী নেত্রী মেরি লা পেঁর সঙ্গে আগামী বছর ইলিসি প্যালেসে যাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। ব্রিটেনের প্রতি বন্ধুভাবাপন্ন ফিলোঁর স্ত্রী ওয়েলস এবং তিনি মার্গারেট থ্যাচারের প্রতি দারুণ শ্রদ্ধাশীল। তিনি বলেন, প্রাইমারির ফলে প্রমাণিত হয়েছে, আশাপ্রদ একটি জোরালো আন্দোলন চলছে। তিনি ব্যাপক বাজার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম দিকে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা না হলেও শেষদিকে তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!