ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় ‘সাধারণ ক্ষমা’ আইন বাতিল সুপ্রীম কোর্টের

প্রকাশিত: ০৩:৫৮, ১৩ এপ্রিল ২০১৬

ভেনিজুয়েলায় ‘সাধারণ ক্ষমা’ আইন বাতিল সুপ্রীম কোর্টের

ভেনিজুয়েলার বিরোধী নিয়ন্ত্রিত পার্লামেন্টে পাস হওয়া ‘সাধারণ ক্ষমা’ আইন বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রীম কোর্ট। কারাগারে আটক বিরোধী দলের ৭০ জন কর্মীর মুক্তির জন্য এই আইন পাস করা হয়। এই বন্দীদের রাজবন্দী হিসেবে অভিহিত করেছে বিরোধী দল। বন্দীদের মধ্যে রয়েছেন সরকারবিরোধী আন্দোলনের নেতা লিওপোলদো লোপেজ। খবর এএফপি ও বিবিসির। সুপ্রীম কোর্ট ঘোষণা করেছে, সাধারণ ক্ষমা আইনটি অসাংবিধানিক। দেশটির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকেলাস মাদুরো নিন্দা জানিয়ে বলেছেন, দেশে তার নেতৃত্বকে অস্থিতিশীল করার প্রচেষ্টা হিসেবে বিরোধী দল এই আইন পাস করেছে। গত বছরের ডিসেম্বরে কংগ্রেস নির্বাচনে বিরোধী দলের বিজয়ের পর থেকে ভেনিজুয়েলার সরকারকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে দেশটির সুপ্রীম কোর্ট। এক বিবৃতিতে সুপ্রীম কোর্ট জনিয়েছে, সাধারণ ক্ষমা আইনটি অসাংবিধানিক ছিল। কারণ এই আইন এমন অপরাধকে ক্ষমা করেছে যা ছিল সংগঠিত অপরাধ এবং সেগুলো একটি রাজনৈতিক অপরাধের সঙ্গে সম্পর্কিত নয়। আইনটি ২৯ মার্চ পাস হয়। মাদুরো এই আইন নিয়ে সুপ্রীম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। বিরোধী দল পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা জয়ী হলে কারাগারে আটক বহু রাজবন্দীর মুক্তির জন্য কাজ করবে। গত বছর দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে লোপেজকে ১৩ বছর নয় মাসের কারাদ- দেয়া হয়। এ মামলার প্রসিকিউটর পরে ভেনিজুয়েলা ছেড়ে পলিয়ে যান এবং বিদেশী গণমাধ্যমগুলোকে বলেন, একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিচারের মাধ্যমে লোপেজকে দ- দেয়া হয়েছে। তবে সরকারী কর্মকর্তারা এখনও বলেছেন যে, ২০১৪ সালে বিক্ষোভে সহিংসতায় ৪৩ জন নিহতের জন্য লোপেজই দায়ী। এছাড়া অন্য রাজনৈতিক নেতাদের মধ্যে গৃহবন্দী করে রাখা সাবেক কারাকাসের মেয়র এ্যান্তেনিও লেজমা ও সান ক্রিসতোবালের সাবেক মেয়র ডেনিয়েল সিবেলোজ।
×