
এ.আর রহমান, সুখবিন্দর সিংহ এবং রাম গোপাল বর্মা
ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিওনেয়ার’ ৮২তম অস্কার অনুষ্ঠানে ঝড় তুলে দিয়েছিল। নমিনেশন পাওয়া ১০টি বিভাগের মধ্যে ৮টিতেই বিজয়ী ঘোষণা করা হয় ‘স্লামডগ মিলিওনেয়ার’কে। শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পান এ.আর রহমান। শুধু তাই নয়, তার ‘জয় হো’ গানটি অস্কারের মঞ্চে পরিবেশনও করেন তিনি। শুধু অস্কার নয়, একাধিক আন্তর্জাতিক পুরস্কার সে বছর পান সুরকার। কিন্তু, এত বছর পর এই গান নিয়ে উঠল বিতর্ক। গানটির সুরকার নাকি রহমান নন, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পরিচালক রাম গোপাল বর্মা। তার দাবি, গানটিতে সুর দিয়েছেন নাকি গায়ক সুখবিন্দর সিংহ। আগেই জানা গিয়েছিল গানটি বানানো হয়েছিল সুভাষ ঘাই পরিচালিত ‘যুবরাজ’ ছবির জন্য। গানটি পরিচালকের পছন্দ না হওয়ায় ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবিতে ব্যবহার করা হয়। রাম গোপাল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, রহমান তখন লন্ডনে। সেখানে বসেই তিনি সুখবিন্দরকে নির্দেশ দেন গানটির সুর তৈরি করার। সুভাষ ঘাই এই গানটির জন্য খুব তাড়া দিচ্ছিলেন, তখন রহমান সুখবিন্দরের থেকে সাহায্য নেন।
রাম গোপাল দাবি করেন, ঘটনাটি জানতে পেরে সুভাষ ঘাই হতবাক হয়ে যান। এই ঘটনার পর পরিচালক ঘাই নাকি বিরক্ত হয়েই রহমানকে বলেন, তিনি কোটি কোটি টাকা এই কাজের জন্য রহমানকে দিচ্ছেন আর সেই কাজ তিনি নিজে করার বদলে সুখবিন্দরকে দিয়ে করাচ্ছেন। যদিও রাম গোপালের এমন মন্তব্যের পর এখনো পর্যন্ত কোনো পাল্টা মন্তব্য করেননি রহমান বা সুভাষ ঘাই।