.
নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে আজ শনিবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন চিত্রনায়ক, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এরইমধ্যে ফেরদৌস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন তিনি। এই উৎসবে পর পর দুদিন ফেরদৌস অভিনীত দুটি সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ ও ‘মাইক’ প্রদর্শিত হবে। এই উৎসবে ভারত ও বাংলাদেশের মোট ৩৯টি সিনেমা প্রদর্শিত হবে। ২১ এপ্রিল বিকেলে থাকছে উৎসবে প্রদর্শিত সিনেমাগুলোর জন্য সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফেরদৌস বলেন, ধন্যবাদ জানাই মহানায়িকা সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকদের আমাকে এমন একটি আয়োজনে নিমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ ভালো লাগার বিষয় হলো যে এই উৎসবে আমার অভিনীত দুটি সিনেমা প্রদর্শিত হবে। বলা তো যায় না শেষমেষ কোনো একটি সিনেমার জন্য নিউইয়র্কের মাটিতেও পুরস্কার পেয়ে যেতে পারি।
আর বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ একজন পরিচালক, আমার গুরু ছটকু ভাই পরিচালিত ‘আহারে জীবন’ ঈদে মুক্তি পেয়েছে। এই বয়সে এসেও তিনি দারুণ একটি সিনেমা নির্মাণ করেছেন। আমার বিশ্বাস পর্যায়ক্রমে এই সিনেমাটিও মানুষের মনের মধ্যে গেঁথে যাবে। এতে আমার বেস্ট ফ্রেন্ড পূর্ণিমাও খুব চমৎকার অভিনয় করেছে। ফেরদৌস জানান, ঢাকায় ফেরার পর তিনি ‘যুদ্ধ জীবন’ সিনেমার বাকি কাজ শেষ করবেন। এছাড়াও কিছু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি, সেসব প্রতিষ্ঠানের কাজ করবেন। ভোক্তা অধিকারের সঙ্গে চুক্তি শেষ, চুক্তি নবায়ন করে আবারো কাজ শুরু করবেন তিনি। তার নির্বাচনী এলাকার মানুষজন ঈদের ব্যস্ততা শেষে আবারো তাদের স্বাভাবিক জীবনে ফিরেছেন। তিনিও ফিরে এসে তাদের জন্য কাজে নামবেন। পাশাপাশি আগামী ২ মে থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেও অংশগ্রহণ করবেন।