ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আলোচিত খবর ॥ রিফাত কান্তি সেন

প্রকাশিত: ০৭:১২, ১৪ নভেম্বর ২০১৯

আলোচিত খবর  ॥ রিফাত কান্তি সেন

লতা মঙ্গেশকরকে নিয়ে বিভ্রান্তি! গত ২০ সেপ্টেম্বরই ৯০ বছর পূর্ণ করেন লতা মঙ্গেশকর। সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে মাঝ রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর। দ্য হিন্দু জানিয়েছিল, আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল গায়িকাকে। বিকেলে এক ঘনিষ্ঠ আত্মীয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, অনেকটাই সুস্থ রয়েছেন লতা। তাঁকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট, এখনও হাসপাতালেই রয়েছেন লতা। সেখানে তাঁকে দেখতেও গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। পরস্পরবিরোধী এই রিপোর্টে বিভ্রান্তি তৈরি হয়েছে। লতা মঙ্গেশকরের এক আত্মীয় রচনা শাহ বলেন, ‘ভাইরাস সংক্রমণ নিয়ে গতকাল মাঝ রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন গায়িকা। তবে এখন ভাল আছেন তিনি।’ তবে হাসপাতাল থেকে ফিরিয়ে আনা নিয়ে কিছু বলেননি তিনি। ফাঁস করলেন সৃজিত! ‘ফেলুদা ফেরত’ সৃজিত মুখোপাধ্যায়ের ‘ড্রিম প্রজেক্ট’। ফেলুদার চরিত্রে কে থাকবেন তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চরম। সৃজিত নিজেও বলেছিলেন ফেলুদার চরিত্রে কাকে নেবেন তা নিয়ে বেশ কয়েকটি নাম তাঁর মাথায় ঘুরছে। অবশেষে রহস্যের অবসান। ফাঁস করলেন সৃজিত। সম্প্রতি এক পত্রিকার মাধ্যমে জানালেন ‘আমি ফেলুদার চরিত্রে নিতে চলেছি টোটা রায় চৌধুরীকে।’ এই ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়ে গেল টোটাই হচ্ছেন ওয়েব সিরিজের ফেলুদা। তবে তোপসের চরিত্র নিয়ে একেবারে নতুন ধামাকা দেয়ার ইচ্ছে রয়েছে সৃজিতের। কবে দেখা যাবে ওই ওয়েবসিরিজ? পরিচালক জানালেন, পরের বছরেই দর্শকদের উপহার দিতে চলেছেন ‘ফেলুদা ফেরত’ ‘পানিপথ’ নিয়ে উদ্বেগ ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আশুতোষ গোয়ারিকরের পরিচালিত এবং সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর অভিনীত পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে তৈরি সিনেমা ‘পানিপথ’। তবে এই সিনেমা কি ভারত এবং আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক যুদ্ধের অবতারণা করতে চলেছে? যার ট্রেলারে আফগানিস্তানের জাতীয় নায়ক আহমেদ শাহ আব্দালিকে নিষ্ঠুর এবং অত্যাচারী এক শাসক হিসেবে দেখা যাচ্ছে। এই ট্রেলারটি দেখার পরেই নয়াদিল্লীতে নিযুক্ত প্রাক্তন আফগানিস্তান রাষ্ট্রদূত শায়দা আব্দালি সরাসরি অভিনেতা সঞ্জয় দত্তকে টুইট করে জানিয়েছেন, ‘আশা করি পানিপথ ভারত এবং আফগানিস্তানের মৈত্রীর কথাটা মাথায় রেখেছে!’
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!