ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের চিত্রশিল্পীদের ভুটান যাত্রা

প্রকাশিত: ০৯:১২, ৮ এপ্রিল ২০১৯

 বাংলাদেশের চিত্রশিল্পীদের  ভুটান যাত্রা

স্টাফ রিপোর্টার ॥ প্রকৃতির সান্নিধ্যে পাহাড়ের ঝর্ণা, লতা, বৃক্ষ, পাখী, মানুষ অবলোকন, আত্তীকরণ এবং উপলব্ধ অনুভূতিকে তুলির আঁচড়ে উপস্থাপনের লক্ষ্যে ভুটান যাচ্ছে দেশের ২৬ জন চিত্রকরের একটি দল। ইউনিভার্সিটি অফ অলটারনেটিভ ডেভেলপমেন্টের ২৪ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে দলটি আজ ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়ছে। দলটিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হচ্ছে- আনিকা, মিলন, জনি, সুবর্ণা, রাহুল, সারমিন, আমির, জোবায়ের, নাফিজ, চুমকি, সামির, সাবিহা, সাজ, মুনমুন, অজয়, মিশুক, অদিতি, সিদ্দিক, দীপ্ত, ফাইজল, শফিক, সুমাইয়া, শারমিন ও সুজন মাহাবুব। দলটির নেতৃত্বে শিল্পী শাহজাহান আহমেন বিকাশ। তিনি বলেন, ভুটানের ড্রাগন পয়েন্টে সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্পের মাধ্যমে চিত্র অঙ্কন বিষয়টি এই দলের জন্য দেশের বাইরে যেয়ে অঙ্কন অনুশীলনের প্রথম বিদেশ যাত্রা। আর্ট ক্যাম্পটি প্রতিদিন সকালে শুরু হয়ে সন্ধ্যা অবধি চলবে এবং প্রতিদিনই ভুটানের সংশ্লিষ্ট এলাকার মানুষদের সামনে তাদের জীবনাচারের সঙ্গে বাংলাদেশের মানুষের জীবনাচারকে মিলিয়ে পারফর্মেন্স আর্ট তথা সপ্তাহব্যাপী কৃতশিল্প ‘শিল্পিত বাংলাদেশ’ উপস্থাপন করবে শিল্পী সুজন মাহাবুব। এই দলটির দিকনির্দেশনা এবং শিল্প সৃজনের রূপরেখা দেখিয়ে দেবেন ইউডার চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ। তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন সহযোগী অধ্যাপক শিল্পী আলাউদ্দীন আহমদ। প্রশিক্ষণ বিষয়ে শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ বলেন, ক্লাসরুমের তাত্ত্বিক শিক্ষার সমান্তরাল ক্লাসের বাইরে বেরিয়ে প্রকৃতিকে অনুধাবন এবং সৃজন প্রক্রিয়া শিক্ষার্থীদের মেধা ও মননে কল্পনার ভিত্তিকে বলিষ্ঠ করে। যে কারণে এই ভুটান যাত্রা। ভুটানের আর্ট ক্যাম্প শেষে দলটি আগামী ১৩ এপ্রিল ঢাকা ফিরবে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!