ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিটিভিতে ‘পরিবর্তন’ আজ

প্রকাশিত: ০৩:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

বিটিভিতে ‘পরিবর্তন’ আজ

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে আজ রাত ৮-৫০ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা, নির্দেশনা এবং উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ। অনুষ্ঠানের ২১তম পর্ব প্রচার হবে আজ। আনজাম মাসুদ জানান, ফেব্রুয়ারি মাস আমাদের মাতৃভাষার মাস বিধায়, বাংলা ভাষা, ভাষা আন্দোলন, ভাষা শহীদ, বাংলা ভাষার বিকৃতি ইত্যাদি বিষয়ই এবারের ‘পরিবর্তন’ এ প্রাধান্য দেয়া হয়েছে। ভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলন বাংলা ভাষা, ভাষা শহীদ, ভাষার বিকৃতির প্রতিবাদ বিষয়ক কথামালা নিয়ে এবারের ‘পরিবর্তন’ এর জন্য নতুন একটি গান তৈরি করা হয়েছে। জাহিদ আকবরের রচনা এবং সুজন আরিফের সুর ও সঙ্গীতে গানটি গাইবেন- সঙ্গীতশিল্পী দম্পতি আর্ণিক ও সম্রাট। গীতিকবি সুরকার সঙ্গীত পরিচালক শফিক তুহিন অডিও, মিউজিক ভিডিও এবং বিভিন্ন সঙ্গীতবিষয়ক টিভি অনুষ্ঠানে নিয়মিত গান করলেও এই প্রথম কোন ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। নিজের কথা, সুর ও সঙ্গীতে গাওয়া ভালবাসা বিষয়ক রোমান্টিক ধাঁচের এই গানটি সবার ভাল লাগবে। গীতিকবি স্বপ্নিলের কথায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার বাপ্পা মজুমদারের সঙ্গীত পরিচালনায় আরেকটি গান গেয়েছেন শিল্পী হৈমন্তী রক্ষিত মান। ভাষা আন্দোলন, ভাষা শহীদদের নিয়ে গাওয়া তিনটি গানের অংশ বিশেষের সঙ্গে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্যভূমির সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ইচ্ছা।মিলনায়তনের তিন দর্শক নিয়ে বাংলা বর্ণমালা, বাংলায় বার মাসের নাম ও ভাষা শহীদ বিষয়ক কুইজের মাধ্যমে প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে। এছাড়া হজম আলী, শালা-দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ, খাঁচকাটা খাঁচকাটা’ পরনিন্দা-পরচর্চা, উল্টো চলা, হিট করছে, মমিন হাতেম প্রভৃতি নিয়মিত পর্বে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসঙ্গতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশে তুলে ধরা হয়েছে। বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন-দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, বিএম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নয়ন, জাহাঙ্গীর, শিউলী শিলা, শ্যামল, ফিরোজ হোসাইন, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, মঞ্চ মনির, বুলবুল ভূঁইয়া, আনোয়ার, আল আমিন, সুমন, ছোট লিটন, রুহুল আমিন, শিল্প প্রমুখ।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!