ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রের গানে নিজ নামে সানাই

প্রকাশিত: ০৭:২০, ১৮ জুন ২০১৭

চলচ্চিত্রের গানে নিজ নামে সানাই

স্টাফ রিপোর্টার ॥ ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ চলচ্চিত্রে অভিনেত্রী মাহিয়া মাহি এবং ‘রক্ত’ চলচ্চিত্রে পরীমনির নামে ‘ডানাকাটা পরী’ শিরোনামের গান হয়েছে। তবে এবার নবাগত এক অভিনেত্রী প্রথম চলচ্চিত্রে নিজ নামে গান দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। ‘ভালবাসা টোয়েন্টি ফোর সেভেন’ নামে নির্মিতব্য একটি চলচ্চিত্রের জন্য নির্বাচিত এই নবাগত মুখের নাম সানাই। চলচ্চিত্রটি পরিচালনা করবেন গুণী নির্মাতা গাজী মাহবুব। এ প্রসঙ্গে সানাই বলেন, বেশকিছু টিভিতে মডেল হিসেবে কাজ করেছি। এরপরই এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলাম। আমার ভাবতে খুবই ভাল লাগছে যে, প্রথম চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে নিজ নামে গান পাচ্ছি। গানটির কথা লিখেছেন কবির বকুল। আর ‘সানাই’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেবেন ইমরান। চলচ্চিত্রে গানটির সঙ্গীত পরিচালনা করবেন শওকত আলী ইমন। রোমান্টিক এ চলচ্চিত্রের গানের শূটিং ঈদের পরই শুরু হবে। আশা করি, দর্শক গানটি পছন্দ করবেন। ‘ভালবাসা টোয়েন্টি ফোর সেভেন’ চলচ্চিত্রে নায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন সানাই। এদিকে ‘প্রেমের তাজমহল’ খ্যাত পরিচালক গাজী মাহবুব বলেন, ভাল একটি ছবি দর্শকদের উপহার দেয়ার চেষ্টা থাকবে আমার। সানাই নতুন হলেও সানাইয়ের মধ্যে আমি সম্ভাবনা দেখেছি। শিক্ষিত মেয়ে। অভিনয়ের প্রতিও তার দুর্বলতা রয়েছে। এরই মধ্যে বিএফডিসিতে জমকালো মহরতের মধ্য দিয়ে চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়। ক্যারিয়ারের শুরুতেই এমন গুণী নির্মাতার কাজের সুযোগ পেয়ে অনেকটাই উৎফুল্ল সানাই। মেধা ও শ্রম দিয়ে বাজিমাত করতে চান তিনি।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!