ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

 ইংরেজি মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হলো বাংলা অলিম্পিয়াড

প্রকাশিত: ১৯:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

 ইংরেজি মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হলো বাংলা অলিম্পিয়াড

শিক্ষার্থী

ইংরেজিমাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুলে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। দেশের ৮৫টি স্কুলের ১২০টি শাখার ১৬৩০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। 

শনিবার সকালে উত্তরাঠ ইন্টারন্যাশনাল হোপ স্কুল প্রাঙ্গণে ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডে বিচারক হিসেবে ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক-শিল্পীবৃন্দ। রচনা, আবৃত্তি, সঙ্গীত, চিত্রাঙ্কন, তাৎক্ষণিক বক্তৃতা, নৃত্য এবং বাংলা কুইজ-এই ৭ টি বিভাগে কয়েকটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এক যুগের বেশি সময় ধরে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা চর্চার বিকাশে এমন আয়োজন হয়ে আসছে। ভাষার মাসে দেশের ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুলগুলোর শিক্ষার্থীরা এ  প্রতিযোগিতায় অংশ নেয়।  এবার বাংলা অলিম্পিয়াডের উপদেষ্টা হিসেবে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক  ড. হাকিম আরিফ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। 

অনুষ্ঠানের শুরুতেই কবিতা আবৃত্তি করেন এবং বক্তব্য দেন একুশে পদকজয়ী আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের সম্মানিত প্রিন্সিপাল রোকসানা জারিন।
 

 

কাজল//এস

×