ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চকরিয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রকাশিত: ১৪:২৭, ২৭ মার্চ ২০২২

চকরিয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দীর্ঘদিন ধরে স্থানীয় মো.এমরান (২৮) নামের এক যুবকের সাথে নিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিলো রোহিঙ্গা যুবক মো.ওমর ফারুক (৩৭)। তারা টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। ইয়াবা ব্যবসাকে নিরাপদ রাখতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকায় বাসা ভাড়াও নিয়েছেন এই দুই যুবক। নিবিঘ্নে ইয়াবার ব্যবসাও করে যাচ্ছিল তারা। শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যায় র্যাব-১৫ কক্সবাজারের জালে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার ৭৫০ পিস ইয়াবা বড়ি। শনিবার (২৬মার্চ) রাতে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন র্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল। আটক করা হয় মাদক ব্যবসায় জড়িত রোহিঙ্গাসহ দুই যুবককে। আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া ক্যাম্প-১, ব্লক এইচ-২ এর মৃত ক্যালা সিং এর ছেলে মো.ওমর ফারুক (৩৭) ও চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত মো.ইদ্রিসের ছেলে মো. এমরান (২৮)। এঘটনায় র্যাব-১৫ এর এক কর্মকর্তা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করেছেন ইয়াবা ব্যবসায়ীদের। র্যাব-১৫ কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (এএসপি) মিডিয়া মো.বিল্লাহ উদ্দিন বলেন, র্যাবের নিজস্ব সোর্সের মাধ্যমে খবর আসে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ইয়াবার ব্যবসা করে যাচ্ছে রোহিঙ্গা যুবক মো.ওমর ফারুক ও স্থানীয় যুবক মো.এমরান। এর প্রেক্ষিতে গতকাল শনিবার রাতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল অভিযানে যায়। পরে ওই ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা বড়ি এনে ইয়াবার ব্যবসা করে আসছেন বলেও স্বীকার করেন তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র্যাব-১৫’এর কক্সবাজার ইয়াবাসহ রোহিঙ্গাসহ দুই যুবককে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। ধৃতদের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
×