ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এখনও শিখছেন গ্রিজম্যান

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২০

  এখনও শিখছেন গ্রিজম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় শনিবার কষ্টের জয় পেয়েছে বার্সিলোনা। গেটাফের জালে বল জড়িয়ে টানা পাঁচ ম্যাচের গোলখরা কাটালেন এ্যান্থনিও গ্রিজম্যান। ন্যুক্যাম্পে ম্যাচ শুরুর ৩৩ মিনিটে ফরাসী তারকার গোলেই প্রথম এগিয়ে যায় বার্সিলোনা। গত ২১ ডিসেম্বরের পর স্প্যানিশ লা লিগায় এটাই গ্রিজম্যানের প্রথম গোল। এই গোলে ভূমিকা ছিল বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসির। দীর্ঘদিন পর গোল পেয়ে দারুণ খুশি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার। তবে হতাশা প্রকাশ করেছেন এক গোল মিস করেও। তারপরও শেষ পর্যন্ত দল জেতায় সেটা আর আলোচনার বিষয় হয়ে ওঠেনি। তবে ম্যাচ শেষে গ্রিজম্যান জানালেন লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য এখনও শিখছেন তিনি। এ প্রসঙ্গে বার্সিলোনার ফরাসী তারকা বলেন, ‘এখানে গত ছয় মাস ধরে খেলছি আমি। এটা অস্বীকার করার কোন উপায় নেই যে আমাদের এখনও অনেক কিছু শেখার আছে। মেসির ম্যুভমেন্ট কেমন সেগুলো আমাকে শিখতে হবে। তারও আমাকে বুঝতে হবে। একসঙ্গে আমরা যে কাজটা করি সেটা বেশ ভালভাবেই উপভোগ করছি। যতই দিন যাচ্ছে ততই আগের তুলনায় অধিকতর ভাল করছি। তাতে আমি খুব খুশি। সেইসঙ্গে এখানে নিজেকে দারুণভাবে উপভোগ করছি।’ চলতি মৌসুমে দুর্দান্ত খেলছে গেটাফে। পয়েন্ট টেবিলের দিকে তাকালেই সুস্পষ্ট হয়ে উঠবে তা। এই মুহূর্তে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে তারা। গেটাফের পেছনে অবস্থান করছে এ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেভিয়া। যে কারণে এই ম্যাচটা যে কঠিন হবে সেটা জানা ছিল বার্সিলোনার। তাই তো ম্যাচের শেষে এ্যান্টনিও গ্রিজম্যান বলেন, ‘গেটাফের বিপক্ষে খেলাটা যে খুব কঠিন হবে সেটা আগে থেকেই জানা ছিল আমাদের। তারা প্রতিপক্ষের ওপর অনেক বেশি চাপ তৈরি করে খেলে। যে কারণেই এই মৌসুমে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে গেটাফে। আমরাও তাদের বিপক্ষে শান্ত থেকে খেলেছি। পেছন থেকে দারুণভাবে বল নিয়ন্ত্রণের চেষ্টা করেছি আমরা। ম্যাচটা কঠিন ছিল। আমরা বেশ ভুগেছিও ম্যাচে। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছি এটাই স্বস্তির।’ নিজের মিস করা গোলের ব্যাপারে মন খারাপ হয়েছে গ্রিজম্যানের। কিন্তু দল জয় পাওয়ায় খুশি ফ্রেঞ্চম্যান। এ বিষয়ে এ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক এই তারকা বলেন, ‘আমি একটা সুযোগ মিস করেছি যা করাটা মোটেও উচিত হয়নি। আমার দুর্বল পায়ের কারণেই এটা হয়েছে। কিন্তু জয় পাওয়ার কারণে সৌভাগ্যক্রমে বিষয়টা তেমন গুরুতর হয়ে সামনে দাঁড়ায়নি।
×