ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত: ১০:২৫, ১০ মে ২০১৯

 বিষ প্রয়োগে মাছ নিধন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জের তালশহরে প্রায় ৬ একর আয়তনের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মৎস্য চাষী সাচ্চু মিয়া। সাচ্চু মিয়া জানান, তার বাবা তালশহর ইউপি চেয়ারম্যান আবু সামার মালিকানাধীন তিনটি পুকুরে এক সঙ্গে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মাছগুলো মরে ভেসে উঠলে বিষয়টি তাদের নজরে আসে। বিষ প্রয়োগের ফলে রুই, কাতলা, তেলাপিয়াসহ কার্প জাতীয় মাছ মারা গেছে। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি হয়ে যাওয়া উপজেলা নির্বাচনে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
×