ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আমরা কাউকে নির্বাচনে আনার জন্য তোষামোদী করব না ॥ ভোলায় তোফায়েল

প্রকাশিত: ০৬:০৭, ৫ অক্টোবর ২০১৮

আমরা কাউকে নির্বাচনে আনার জন্য তোষামোদী করব না ॥ ভোলায় তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ অক্টোবর ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কেউ যদি নির্বাচনে না আসে সেটা সেই দলের বিষয়। আমরা কাউকে নির্বাচনে আনার জন্য তোষামোদী করব না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার ঘোষিত তারিখের মধ্যে। এবং সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ক্ষমতাশীন দল সেই নির্বাচন কমিশনকে সহায়তা করবে। নির্বাচনকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করবে। হয়তবা সরকারের আয়তন আকারে ছোট হতে পারে। কিন্তু এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। বৃহস্পতিবার বিকেলে ভোলা সরকারী স্কুল মাঠে ৪র্থ উন্নয়ন মেলা উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপিসহ ঐক্য জোট যে সাত দফা কর্মসূচী দিয়েছে তা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী। এগুলো গ্রহণ করার প্রশ্নই আসে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার ঘোষিত তারিখের মধ্যে। এবং সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ক্ষমতাশীন দল সেই নির্বাচন কমিশনকে সহায়তা করবে। তিনি আরও বলেন, ২০১৪ সালে নির্বাচন কেউ ঠেকাতে পারেনি। আগামীতেও কেউ ঠেকাতে পারবে না। কেউ নির্বাচনকে বানচাল করতে পারবে না। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটি শুধু উন্নয়নশীল দেশই নয় একটি গর্বিত একটি দেশ। এ সময় বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান। ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য সচিব মোঃ সাহাবুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। আলোচনা সভা শেষে মন্ত্রী ও খাদ্য সচিব ভোলার উন্নয়ন মেলার ১১০টি স্টল পরিদর্শন করে। পরে সন্ধ্যায় মেলা উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মেলা উপলক্ষে দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অংশগ্রহণ করেন।
×