ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ফের শক্তিশালী টাইফুনের কবলে জাপান

প্রকাশিত: ০৫:৪৭, ১ অক্টোবর ২০১৮

 ফের শক্তিশালী  টাইফুনের  কবলে জাপান

গত মাসে আঘাত হানা একটি টাইফুনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আরেকটি টাইফুনের কবলে পড়েছে জাপান। দেশটির প্রধান দ্বীপের দিকে ধেয়ে আসা টাইফুন ‘রামির কারণে রবিবার থেকেই অনেক এলাকার বিমান ও ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু এলাকার বিদ্যুত সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর এএফপির এখন পর্যন্ত গত মাসের টাইফুনের ক্ষয়ক্ষতি যেসব অঞ্চল কাটিয়ে উঠতে পারেনি, সেসব অঞ্চলের বাসিন্দাদেরও দ্র‍ুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। পশ্চিম জাপানের ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েগুলো রবিবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত মাসের টাইফুনের পর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিমানবন্দরটি চলতি মাসের ২১ তারিখ থেকে পূর্ণোদ্যোমে কাজ শুরু করেছিল। এয়ারলাইন্সগুলো প্রায় সাড়ে নয় শ’ ফ্লাইট বাতিল করেছে কিংবা বাতিলের পরিকল্পনা করছে বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে। পশ্চিমে চলাচলকারী অধিকাংশ স্থানীয় ট্রেন ও বুলেট ট্রেনের যাত্রা রবিবার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ওয়েস্ট জাপান রেলওয়ে।
×