ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ করবে বিএনপি

প্রকাশিত: ০৫:২০, ১৫ আগস্ট ২০১৮

 প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ করবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ ঈদের আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ দাবি জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে বন্দী রাখার উদ্দেশ্য একটাই তাকে বাইরে রেখে আরেকটি একতরফা নির্বাচনের আয়োজন করা। আমরা বলে দিতে চাই, তাঁকে কারাগারে আটকে রেখে এদেশে একতরফা নির্বাচন হবে না। রিজভী বলেন, কোরবানি ঈদ অতি নিকটে। এখনও খালেদা জিয়ার মুক্তি মেলেনি। প্রতিহিংসা চরিতার্থ করতে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে বন্দী করে নিপীড়নের শৃঙ্খলে আটকে রাখা হয়েছে। তাকে সুচিকিৎসা নেয়ার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি। আইনী প্রক্রিয়ার নামে খালেদা জিয়ার ওপর নামিয়ে আনা হয়েছে জুলুম ও অত্যাচার। সরকার নিজেদের নিরাপদ রাখতেই এ জুলুম ও অত্যাচার। তারা বহুদলীয় গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনকে বিপদ মনে করে। তাই গণতন্ত্রে স্বীকৃত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্দোলনের আপোসহীন নেত্রীকে নিয়ে তাদের যত ভয় ও আতঙ্ক। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। এছাড়া ১৫ আগস্ট বুধবার কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারাদেশে তার রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া মাহফিল করবে নেতাকর্মীরা। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টন কার্যালয়ে বেলা ১১টায় আর গুলশানের অফিসে সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১ সেপ্টেম্বর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইব। এ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হবে। আমরা আশা করছি, এবার সমাবেশের অনুমতি পাব।
×