ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটি নির্বাচন ॥ চলছে সব দলের প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৪, ৩ জুন ২০১৮

বরিশাল সিটি নির্বাচন ॥ চলছে সব দলের প্রস্তুতি

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ এবারের রমজানজুড়ে প্রায় প্রতিদিন বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে বিভিন্ন দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ঈদকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনী আমেজ ক্রমেই জমজমাট হয়ে উঠেছে। প্রতিটি পাড়া ও মহল্লায় ব্যানার ফেস্টুন এবং পোস্টার টানানোর প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ছাড়াও আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন জাতীয় পার্টি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বামপন্থী দলসহ স্বতন্ত্র প্রার্থীরা। সূত্রমতে, মেয়র পদে দলীয়ভাবে এখন পর্যন্ত কেন্দ্র থেকে চূড়ান্তভাবে কারও নাম ঘোষণা করা না হলেও ক্ষমতাসীন দলের তৃণমূল থেকে শুরু করে মহানগরীর ৩০টি ওয়ার্ডের অধিকাংশ সাধারণ ভোটাররা নৌকার মাঝি হিসেবে মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। এবারে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে অন্য যাদের গুঞ্জন শোনা যাচ্ছে বাস্তবিক অর্থে মাঠপর্যায়ে তাদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অপরদিকে বিএনপি থেকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নাম শোনা গেলেও এ তালিকায় রয়েছেন বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, দলমত নির্বিশেষে তৃণমূল পর্যায়ের ভোটারদের মন জয় করে নেয়া আওয়ামী লীগের হেভিওয়েটের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পেলে নিজেদের অস্তিত্ব রক্ষায় শেষ পর্যন্ত মজিবর রহমান সরোয়ার এখানে বিএনপির মেয়র প্রার্থী হতে পারেন। এদিকে প্রার্থী ঘোষণার আগেই সিইসির কাছে নির্বাচনের সময় বরিশালে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। অপরদিকে জাতীয় পার্টি থেকে বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন তাপস দলীয় মনোনয়ন প্রত্যাশায় নগরজুড়ে প্রচার ও গণসংযোগ শুরু করেছেন। পাশাপাশি জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি এ.কে আজাদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়র প্রার্থী হিসেবে জেলার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীকে দলীয়ভাবে মনোনয়ন দেয়ায় ইতোমধ্যে তারা প্রচার শুরু করেছেন। এছাড়া জোট ভেঙ্গে জামায়াত ইসলামী থেকে এবার মেয়র পদে একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির এ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল প্রার্থী হবেন। পাশাপাশি পাঁচটি ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তারা কৌশলে নির্বাচনী প্রচার শুরু করেছেন।
×