ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত

প্রকাশিত: ০৭:০৫, ১২ এপ্রিল ২০১৮

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ এপ্রিল ॥ পলাশবাড়ী উপজেলা সদরে এক সড়ক দুর্ঘটনায় বুধবার সকালে নওশা শেখ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত নওশা শেখ ওই উপজেলার উদয়সাগর গ্রামের বাদশা শেখের ছেলে। বুধবার সকালে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে উপজেলা পরিষদ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই স্থানে নওশা মিয়া রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি নৈশকোচ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বরিশালে আহত ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত রাজা হাওলাদার (১৭) শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা গেছে। সে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিন হাওলাদারের পুত্র। জানা গেছে, রাজা সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়ে অভাবের সংসারে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করত। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি পৌরশহর থেকে বরিশালে আসার পথে সড়ক দুর্ঘটনায় রাজা গুরুতর আহত হয়। সাতক্ষীরায় আহত ৪০ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে আশাশুনি সড়কের নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কপপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছে। দুদকের অভিযানে কলেজ প্রভাষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ অর্থ আত্মসাতের অভিযোগে চিরিরবন্দর উপজেলা থেকে এক কলেজ প্রভাষককে দুদক গ্রেফতার করেছে। দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীলকান্ত রায় জানান, চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ডিগ্রী কলেজের উন্নয়নের জন্য জেলা পরিষদের বরাদ্দকৃত ৫০ হাজার টাকার চেক কলেজ এ্যাকাউন্টে জমা না দিয়ে একই উপজেলার তারাকান্দি মন্দিরের এ্যাকাউন্টে জমা দেয়ার অভিযোগে কলেজের প্রভাষক বিনয় কুমার রায়কে বুধবার সকাল ৮টায় গ্রেফতার করা হয়।
×