ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনন্য উচ্চতায় গর্বিত আলিম দার

প্রকাশিত: ০৬:৪৫, ৮ এপ্রিল ২০১৮

অনন্য উচ্চতায় গর্বিত আলিম দার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট ইতিহাসের প্রথম আম্পায়ার হিসেবে ৩৫০টি আন্তর্জাতিক ম্যাচে আম্পারিংয়ের অনন্য রেকর্ড গড়েছেন আলিম দার। করাচীতে পাকিস্তান ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি২০তে এ মাইলফলকে পা রাখেন তিনি। তিনবারের আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ‘আম্পায়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জয়ী আলিম দার এক ভিডিও বার্তায় বলেন, ‘৩৫০ আন্তর্জাতিক খেলা সম্পন্ন করার জন্য আল্লাহকে ধন্যবাদ, যেটা বিশ্ব রেকর্ড। আমি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এই দেশকে (পাকিস্তান) ধন্যবাদ জানাই। কারণ পাকিস্তানের জন্যই আজকে আমার এই অবস্থান। পাকিস্তানের কারণেই আমি এ সম্মান অর্জন করতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘ভিডিও বার্তায় আলিম দার আরও বলেছেন, ‘পাকিস্তান আমাকে সেতারা-ই-ইমতিয়াজ (পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার) দিয়েছে। আমি এই সুন্দর জাতির মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা আমার জন্য সবসময় প্রার্থনা করেছে। আমি তাদের অনুরোধ করব, তারা যেন আমার জন্য সবসময় এভাবেই প্রার্থনা করেন, যাতে করে আমি আবার পাকিস্তানের জন্য গৌরব এনে দিতে পারি।’ ২০০০ সালের ১৬ ফেব্রুয়ারি পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে আম্পায়ারিংয়ের ক্যারিয়ার শুরু করেন আলিম দার। ২০০২ সালে আইসিসি’র আম্পায়ার্স প্যানেলে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হন তিনি। একই বছর ঢাকায় বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টেস্ট আম্পায়ারিংয়ে অভিষেক ঘটে তার। সেই থেকে এ পর্যন্ত ১১৭ টেস্ট, ১৯০ ওয়ানডে ও ৩৪টি টি২০টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ৪৯ বছর বয়সী আলিম দার। আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য আলিম দার ১৮ বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসছেন। তিনি ছাড়া ৩০০ ম্যাচ পরিচালনার মাইলস্টোন পেরিয়েছেন আর মাত্র তিন আম্পায়ার। তারা হলেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্তজেন (৩৩১), ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনর (৩০৯) এবং নিউজিল্যান্ডের বিলি বাউডেন (৩০৮) ম্যাচ পরিচালনা করেছেন। তারা সবাই সাবেক হয়ে গেছেন। সুতরাং দারুণ ফিট আলিম দারের সামনে রেকর্ডটাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ থাকছে। ১৯৬৮ সালের ৬ জুন পাঞ্জাবের জাহাংয়ে জন্ম নেয়া আলিম দার নিজ দেশের হয়ে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। তবে ১৯৮৬-১৯৯৮ পর্যন্ত অলরাউন্ডার হিসেবে ১৭টি ঘরোয়া প্রথমশ্রেণীর ও ১৮টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। সেখানে ব্যাটিংয়ের পাশাপাশি লেগস্পিন বোলিং করতেন।
×