ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আগ্নেয়াস্ত্র ইস্যুতে কথা নয় কাজ দেখতে চায় আমেরিকার জনগণ

প্রকাশিত: ০৫:৫৮, ২ মার্চ ২০১৮

আগ্নেয়াস্ত্র ইস্যুতে কথা নয় কাজ দেখতে চায় আমেরিকার জনগণ

বন্দুক সহিংসতার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক তার প্রশাসনের করা প্রতিজ্ঞাকে স্পষ্ট করেছে। যদি তিনি এখন এটি পূর্ণ করেন সেটা হবে প্রথমবার। সম্প্রতি ফ্লোরিডার একটি হাই স্কুলে বন্দুক হামলায় ১৭ শিক্ষার্থীর নিহত হওয়ার মতো ঘটনা বন্ধে উপায় বের করতে আইনপ্রণেতাদের এক আলোচনায় নিজ দল রিপাবলিকান আইনপ্রণেতাদের চ্যালেঞ্জ ও ডেমোক্র্যাটদের ধারণার অসঙ্কোচ প্রকাশে প্রেসিডেন্ট হোয়াইট হাউসের বৈঠকে বেশ সক্রিয় ও নিযুক্ত ছিলেন। প্রেসিডেন্ট এখনও তার ভুলত্রুটিগুলো প্রকাশ করেননি যেগুলো তার রিপাবলিকান ট্র্যাক্স বিল ছাড়া অন্য সব আইন প্রণয়ন সংক্রান্ত প্রচেষ্টাকে ব্যাহত করেছে। চ্যালেঞ্জসমূহ থেকে ফল অর্জনে ক্যাপিটল হিলে তার নির্দেশনা ছিল দুর্বল। বন্দুক ক্রয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেকের ওপর বেশি আলোকপাত করে প্রেসিডেন্ট একটি দ্বিদলীয় বিলের বিষয়ে অবজ্ঞা প্রদর্শন করেন। বন্দুক ক্রয়ের বিষয়টি নিয়ে দেশটিতে দীর্ঘদিন বিতর্ক চলে আসছে। প্রেসিডেন্ট রিপাবলিকান সিনেটর প্যাট টমি ও ডেমোক্র্যাটিক সিনেটর জো মানচিনকে একটি বিলে অন্যান্য বিতর্কিত ধাপগুলো সংযুক্ত করতে বলেন যেটা পাশ করতে প্রয়োজনীয় ৬০ ভোট পেতে ব্যর্থ হয়। -ইএনবিসি
×