ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাবিতে শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ০৪:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 রাবিতে শিক্ষক  দিবস পালিত

রাবি সংবাদদাতা ॥ দিনব্যাপী নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জোহা দিবস ও ‘শিক্ষক দিবস’ পালিত হয়েছে। ঊনসত্তরের গণঅভ্যূত্থানকালের এই দিনে রাবির তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা ছাত্রদের বাঁচাতে গিয়ে পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এ দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। দিনটি বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। রবিবার দিবসটির প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন জোহার সমাধি ও স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। এ দিন ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল পৌনে ৭টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ ও রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা শহীদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ড. জোহার স্মৃতি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, এ্যালামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শহীদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে।
×