ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরগুনায় আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:২২, ২৮ জানুয়ারি ২০১৮

বরগুনায় আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৭ জানুয়ারি ॥ বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য প্রয়াত জাহাঙ্গীর হোসেন হত্যা ও পরিবারের ক্ষতি পূরণ মামলার পলাতক আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে নিহতের বাবা বরগুনার সিনিয়র আইনজীবী আব্দুল আজিজ। শনিবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০১৪ সালের ২২ মে এ্যাডভেঅকেট জাহাঙ্গীর মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে আমতলী পটুয়াখালী সড়কের ফায়ার সার্ভিসের সন্নিকটে বিপরীত দিক থেকে আসা বিশ্ব খাদ্য সংস্থার একটি জিপ গাড়ি তাকে চাপা দেয়। ওই সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, বিশ্ব খাদ্য সংস্থার উক্ত গাড়ির ড্রাইভার মেহেদী হাসান বাবু ও প্রোগ্রাম অফিসার আমির হোসেন উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে জাহাঙ্গীরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে।
×