ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রোটিয়া শিবিরে ইনজুরির মিছিল

প্রকাশিত: ০৫:০৩, ২০ সেপ্টেম্বর ২০১৭

প্রোটিয়া শিবিরে ইনজুরির মিছিল

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। পচেস্টফ্রমে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেলেন ভারনন ফিল্যান্ডার। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকান টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি। শতভাগ ফিট হয়ে না ওঠায় আগেই পুরো সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আরেক তারকা পেসার ডেল স্টেইন, লুঙ্গি এনগিদি ও অলরাউন্ডার ক্রিস মরিসেরও একই অবস্থা। কাগিসো রাবাদা ও মরনে মরকেল ফিট, তাদের সঙ্গী হতে পারেন ওয়েইন পারনেল। দক্ষিণ আফ্রিকা সফরে বাউন্সি কন্ডিশনে প্রতিপক্ষ পেসাররাই টাইগারদের মূল চিন্তা। প্রোটিয়া শিবিরে এমন ইনজুরির মিছিল মুশফিকুর রহীমদের কিছুটা হলেও স্বস্তি দেবে। বিশেষ করে প্রথম টেস্টে ফিল্যান্ডারের না থাকাটা। কারণ সম্প্রতি ইংল্যান্ড সফরে সিরিজ হারলেও ফ্যাফ ডুপ্লেসিসের দল যে একটি মাত্র টেস্ট জিতেছিল, দূর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে সেটিতে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। পিঠের নিচের দিকে সমস্যা ফিল্যান্ডারের। কিছুদিন আগে ইংল্যান্ড সফর করে এসেছেন দারুণ এই পেসার। সেখানেই ব্যথাটা পেয়েছিলেন। ভেবেছিলেন বাংলাদেশের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর শুরু প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে বলে আশা করছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। পুরো টেস্ট সিরিজ মিস করলেও সীমিত ওভারের সিরিজে অনিশ্চয়তা নেই ফিল্যান্ডারকে নিয়ে। ক্রিস মরিস কেবল অক্টোবরের টি২০ সিরিজের জন্য সময়ের মধ্যে ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। আরেক নবীন সিমার লুঙ্গি এনগিদিও ফ্র্যাকচার সমস্যায় ভুগছেন। তিনিও ওই টি২০ সিরিজের জন্য ফিট হতে পারবেন বলে আশাবাদী মুসাজি। ফিল্যান্ডার ও মরিসের এই ইনজুরির সমস্যা ওয়েইন পারলেনের জন্য হয়তো পথটা সহজ করে দিতে পারে। শেষ সিরিজে দল থেকে বাদ কেন পড়েছিলেন তার কারণ খুঁজে পান না পারনেল নিজেই। তবে দুইজনের এই ইনজুরির পরও প্রথম পছন্দের তালিকায় হয়তো তিনি আসতে পারবেন না। কারণ মরনে মরকেল আছেন। তরুণ কাগিসো রাবাদা তার সঙ্গে জুটি বাঁধবেন। তৃতীয় পেসার হিসেবে ডুয়ানে অলিভিয়ের আছেন। সুযোগের অপেক্ষায় আছেন আন্দিলে ফেলুকোয়ায়ো আর বেরান হেনড্রিক্স। মঙ্গলবারই শুরু হওয়া ঘরোয়া ফার্স্ট ক্লাস আসরের প্রথম রাউন্ডের শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) নির্বাচকরা। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের দায়িত্ব বুঝে নেন কোচ ওটিস গিবসন। জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস ও নতুন কোচ। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ টেস্ট খেলা ক্রিস মরিস ব্যাক স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন। টেস্ট সিরিজ মিস করলেও ওয়ানডে এবং টি২০ সিরিজে থাকবেন ৩০ বছর বয়সী এ ক্রিকেটার। ১৫ অক্টোবর থেকে সীমিত পরিসরের সিরিজ শুরু হবে। ভ্যারন ফিল্যান্ডার, ডেল স্টেইনের পর বাংলাদেশের বিপক্ষে না খেলার তালিকায় যুক্ত হলের ক্রিস মরিস। বলার অপেক্ষা রাখে না নতুন কোচ ওটিস গিবসন কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। ইংল্যান্ড সফরে ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ফিল্যান্ডার খেলেন ৫৪ রানের ইনিংস। আর বল হাতে নেন ২ উইকেট। লর্ডস টেস্টেও হাফসেঞ্চুরির দেখা পাওয়া এই পেসার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন ৪২ রানের কার্যকরী ইনিংস। পরে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের জয়ের পথ তৈরি করে দেন। প্রথম টেস্টে ফিল্যান্ডারের না থাকাটা তাই স্বাগতিকদের জন্য অপূরণীয় ক্ষতি।
×