ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই ফুটবল, সবার আগে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করা ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর

উরুগুয়ের মাঠে আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৪:৩৫, ৩১ আগস্ট ২০১৭

উরুগুয়ের মাঠে আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে কিনা তা নিয়ে আছে সংশয়। বিশ্বকাপ বাছাইপর্বে বাজে পারফর্মেন্সের কারণেই দুশ্চিন্তার কালো মেঘ। তবে এই মেঘ সরিয়ে এখনও বিশ্বকাপের চূড়ান্ত মহারণে খেলার সুযোগ আছে লিওনেল মেসি, পাওলো দিবালাদের। এজন্য বাছাইপর্বের বাদবাকি ম্যাচগুলোতে ভাল করার বিকল্প নেই। এ লক্ষ্যেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ১৫ রাউন্ডের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। নিজেদের সর্বশেষ ম্যাচে অধিনায়ক মেসিবিহীন ম্যাচে বলিভিয়ার কাছে ২-০ গোলে হারা আকাশী-নীল জার্সিধারীরা জয়ের ধারায় ফিরতে মরিয়া। নতুন কোচ জর্জ সাম্পাওলির অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় তারা। এ জন্য কঠিন পরীক্ষাই দিতে হবে দিয়াগো ম্যারাডোনার দেশকে। কেননা এই রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে। তাও আবার প্রতিপক্ষের মাঠ মন্টিভিডিওতে খেলতে হবে মেসিদের। তবে আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর তাদের সেরা তারকারা সবাই ফর্মে আছে। আর উরুগুয়ের হয়ে খেলতে পারছেন না বড় তারকা লুইস সুয়ারেজ। এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়। আগের ম্যাচেই ২০১৮ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। দুর্দান্ত ছন্দে থাকা নেইমার, কুটিনহোদের জন্য বাদবাকি ম্যাচগুলো নিছকই আনুষ্ঠানিকতার। এ জন্য অবশ্য বাকি ম্যাচগুলো হাল্কাভাবে নিচ্ছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ টিটে। তিনি বাকি চারটি ম্যাচেও জিততে চান। এবার ঘরের মাঠ পোর্তো এ্যালেগ্রেতে ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে এখন পর্যন্ত প্রতিটি দল খেলেছে ১৪টি করে ম্যাচ। প্রতিটি দলের আর বাকি আছে চারটি করে খেলা। ৩৩ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ব্রাজিল। আগের ম্যাচে দারুণ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কলম্বিয়া। ২৩ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে চার নম্বরে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। ২২ পয়েন্ট নিয়ে পাঁচে আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে ইকুয়েডর ছয়ে। এখন সমীকরণ এমন বাকি চার রাউন্ডের ম্যাচগুলোর ফল আর যাই হোক না কেন ব্রাজিল আর চতুর্থ স্থানের নীচে যাচ্ছে না। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে। এখন পর্যন্ত যা অবস্থা তাতে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিয়ে ঘোরতর সংশয় আছে। এ কারণে বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া কিছুই ভাবছেন না মেসি, দিবালারা। বার্সিলোনার হয়ে মৌসুমের প্রথম দুটি ম্যাচে দারুণ সময় পার করেছেন মেসি। স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচে জয় পেয়েছেন তিনি। দিবালা জুভেন্টাসের হয়ে সর্বশেষ ম্যাচে করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক। মাওরো ইকার্দি ইন্টার মিলানের হয়ে করেন জোড়া গোল। আর্জেন্টিনার এই তিন তারকা এবার নতুন মিশনে নামতে যাচ্ছেন। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে এবার দেশকে জেতাতে চান তারা। এ লক্ষ্যে সবাই একসঙ্গে অনুশীলনও করেছেন। বুয়েন্সআয়ার্সের এজেইজাতে কোচ সাম্পাওলির অধীনে মেসি, দিবালা, ইকার্দি, এ্যাগুয়েরো ও ডি মারিয়ারা অনুশীলন করেন। এখন তারা উরুগুয়ে অবস্থান করছেন। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের পর ৫ আগস্ট ঘরের মাঠে ভেনিজুয়েলাকে আতিথ্য দেবে আকাশী-নীলরা। আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকলেও ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ নিয়ে তেমন চিন্তা নেই ব্রাজিলের। পোর্তো এ্যালেগ্রেতে ব্রাজিলের অনুশীলনের চিত্র দেখে সেটাই মনে হয়েছে। অনুশীলনে বেশ খোশ মেজাজেই দেখা গেছে নেইমার-কুটিনহো, ফিরমিনোদের। শুধু দক্ষিণ আমেরিকা অঞ্চলই নয়, ফের বাছাইপর্বের ডামাডোল শুরু হচ্ছে ইউরোপে, হয়েছে এশিয়াতে। এশিয়া থেকে এখন পর্যন্ত শুধু ইরানেরই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হয়েছে। এই অঞ্চলের দুই গ্রুপ থেকে আরও তিনটি দল যাবে সরাসরি, তৃতীয় সেরা দুই দল লড়বে প্লে-অফে খেলার জন্য। এ কারণে শেষ দুই রাউন্ডের লড়াইটা বেশ জমজমাট হতে চলেছে এটা নিশ্চিত।
×