ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ১৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৪:৫১, ২৮ আগস্ট ২০১৭

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ১৪ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহী আসছেন বলে জানা গেছে। সফরসূচী অনুযায়ী ওইদিন প্রধানমন্ত্রী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপানী কুচকাওয়াজে অংশ নেবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। একইদিন তিনি রাজশাহীর পবা উপজেলার বরেন্দ্র বিশ^বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন। রবিবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। এদিকে রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন জানান, রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক আয়োজন চলছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহীর সফর সফল করার জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। জনসভা সফল করার জন্য যা যা করণীয় তার প্রস্তুতি নেয়া হচ্ছে।
×