ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ মে ২০২৪, ৩১ চৈত্র ১৪৩১

বিএসআরআই নির্বাচন

সমজিৎ সভাপতি কাশেম মহাসচিব

প্রকাশিত: ০৫:৫৬, ৮ জুলাই ২০১৭

সমজিৎ সভাপতি কাশেম মহাসচিব

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) বিজ্ঞানী সমিতির ১৪২৪-১৪২৫ বঙ্গাব্দের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় ঈশ্বরদীতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সমিতির সভাপতি পদে ড. সমজিৎ কুমার পাল এবং মহাসচিব পদে ড. নূরুল কাশেম বিজয়ী হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঈশ্বরদীস্থ প্রধান কার্যালয়ে এবং গাজীপুর ও ঠাকুরগাঁও উপকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। সমিতির সদস্য ৭৫ ভোটারের মধ্যে শতভাগ ভোট প্রদান করেন। এছাড়া সহ-সভাপতি পদে ড. আতাউর রহমান, সহকারী মহাসচিব পদে ড. আনিছুর রহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে আবু তাহের সোহেল, সেমিনার ও প্রকাশনা সম্পাদক পদে ড. তোফায়েল আহমেদ, কোষাধ্যক্ষ পদে শামসুল আরেফিন এবং সদস্যপদে সাইয়ুম হোসেন, ড. কোহিনুর বেগম, মুনির হোসেন ও শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার সাদিপুুর ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক (স্বাচিব) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর নিজস্ব উদ্যোগে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাদিপুরের ভারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসাসেবা বঞ্চিত গ্রামাঞ্চলের প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ। সেলাই মেশিন ও ভ্যান বিতরণ স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ নীলফামারী পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের (ইউজিআইআইপি-৩) আওতায় অতিদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন, রিক্সা ও ভ্যান বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র ১৫ নারীর মাঝে একটি করে সেলাই মেশিন ও ২০ পুরুষের মাঝে একটি করে রিক্সা ও ভ্যান বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। এ সময় পৌরসভার কাউন্সিলর, দারিদ্র্য নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা দেন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের বগুড়া অঞ্চলের সমন্বয়কারী অখিল রঞ্জন বিশ্বাস প্রমুখ।
×