ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মোর্চার অভিযোগ

সহিংসতা ও বিভেদ তৈরির নেপথ্যে তৃণমূল

প্রকাশিত: ০৩:৫০, ৪ জুলাই ২০১৭

সহিংসতা ও বিভেদ তৈরির নেপথ্যে তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চা শান্তিপূর্ণ আন্দোলনের কথা বললেও পাহাড়ে প্রতিদিনই কিছু না কিছু হিংসাত্মক ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে এক দিকে যেমন সমতলে পাল্টা বিক্ষোভ মিছিল হচ্ছে, অন্যদিকে হিংসাত্মক কার্যকলাপের বিরোধিতা করে চাপ বাড়ছে গোর্খাল্যান্ড আন্দোলনে যুক্ত অন্য দলগুলোর। খবর ইন্ডিয়া টাইমস অনলাইনের। চাপের মুখে কোণঠাসা মোর্চা রবিবার অভিযোগ করে জানায়, সব হিংসা ও পাহাড়-সমতল বিভেদ তৈরির পেছনে রয়েছে তৃণমূল। এই সব ঘটনার সিবিআই তদন্ত ও কেন্দ্রীয় সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করে তারা। হিংসা ছেড়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলনের ডাক দিয়ে মোর্চার ওপরে ক্রমেই চাপ বাড়াচ্ছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ)। মোর্চা নেতা বিনয় তামাঙ্গ হিংসাত্মক ঘটনায় নিজেদের দায় এড়াতে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে দাবি করা হয়, পুলিশ, সিআরপির সামনে সরকারী সম্পত্তির ভাংচুর চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সিকিমের যেসব গাড়ির ওপর সমতলে হামলা হয়েছে তার দায়ও তৃণমূলের। ভারত গণতান্ত্রিক দেশ। তাই সকলেরই মত প্রকাশের অধিকার রয়েছে। তার অর্থ এই নয় যে, শিলিগুড়িতে তাদের ওপরে হামলা হবে। তাদের গাড়ি ভাংচুর হবে। ১৭ জুন সিংমারির হাঙ্গামা থেকে এখন পর্যন্ত পাহাড়-সমতলে যেসব ঘটনা ঘটেছে সেজন্য অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে সঙ্কট সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তবে তৃণমূল কংগ্রেসের নেতারা বিনয় তামাঙ্গের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, পাহাড়-সমতলে সমান চাপে পড়ে এখন উল্টো কথা বলছে মোর্চা। সবাই জানে প্রতিদিন পাহাড়ে কারা সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সমতলে সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। সেই অধিকার তাদের রয়েছে। দলীয় মুখপাত্র নীরজ জিম্বা জানান, পাহাড়ে হিংসাত্মক কার্যকলাপের কোন সমর্থন তারা করে না। পাশাপাশি তারা এই সব ঘটনায় দোষীদের শাস্তির দাবিও করেন।
×