ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ট্রাক মাহিন্দ্র সংঘর্ষে ২ যাত্রী নিহত

প্রকাশিত: ০৬:৩২, ১ জুন ২০১৭

ময়মনসিংহে ট্রাক মাহিন্দ্র সংঘর্ষে ২ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর খামারের বাজার নামকস্থানে বুধবার বিকেলে ট্রাক ও মাহিন্দ্র পরিবহনের মধ্যে সংর্ঘষে ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর ৩ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত যাত্রীদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছে দুই জা মমতাজ (৬০) ও রাশিদা (৫০)। তারা ময়মনসিংহ থেকে তারাকান্দা বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। গাইবান্ধায় মাদ্রাসা ছাত্রী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা কাছারিবাজার মোড়ে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় হাওয়া খাতুন (৯) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত হাওয়া খাতুন পার্শ্ববর্তী ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের হাসমত আলীর মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাওয়া খাতুন নলডাঙ্গা কাছারিবাজার সংলগ্ন নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী। মাদ্রাসা থেকে দুপুরে বাড়ি ফেরার সময় কাছারিবাজার মোড়ে যানবাহনের জ্যাম দেখে সে পার্শ্ববর্তী একটি বন্ধ দোকানের বারান্দায় গিয়ে ওঠে। এসময় বামনডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী একটি পিকআপ ভ্যান মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বারান্দায় গিয়ে মেয়েটিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়। জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩১ মে ॥ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. মোঃ আব্দুল মজিদ স্ত্রী হত্যার দায়ে বুধবার স্বামী নজরুল ইসলামকে ফাঁসি এবং বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। উল্লেখ্য, ১০ বছর পূর্বে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার দুলালী গ্রামের মৃত রমজান আলীর পুত্র নজরুল ইসলাম জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার আজগর আলীর কন্যা ভিকটিম নাজমা বেগমকে বিয়ে করে। নজরুল ইসলাম এলাকায় গরু চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের কর্মকা-ে জড়িত হলে তার স্ত্রী নাজমা বেগম ওসব অপকর্ম থেকে বিরত থাকার জন্য বললে সে তার ওপর ক্ষিপ্ত হয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তাকে হত্যা করারও হুমকি দিত। ২০১২ সালের ৩০ অক্টোবর রাতে নজরুল ইসলাম তার স্ত্রী নাজমাকে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুড়িকাঘাত করে নৃশংসভাবে হত্যা করে বাড়ির পাশে ধানক্ষেতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। আদিবাসীদের ‘ভূমি ইস্যু’ নিয়ে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ মে ॥ আদিবাসীদের ‘ভূমি ইস্যু’তে সংবেদনশীলকরণের উদ্দেশে ভূমি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও মূল স্রোতধারার নেতৃবৃন্দের মতবিনিময় বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রেমদ্বীপ প্রকল্প আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, সদর ভূমি কর্মকর্তা জহিরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর সফিউল এনাম পারভেজ প্রমুখ। বক্তাগণ আদিবাসীদের ভূমি ইস্যু নিয়ে সমাজের মানুষের সংবেদনশীল হওয়ার জন্য রাজনৈতিক নেতা, ভূমি কর্মকর্তাগণ, মূল স্রোতধারার নেতৃবৃন্দের আদিবাসীদের যে কোন সহযোগিতার আহ্বান জানান। এইউবি উপাচার্য ড. সাদেকের এএবিএল ফেলোশিপ লাভ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ (এএবিএল) ফেলোশিপ প্রদান করে। শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এএবিএল তাকে এ সম্মাননা প্রদান করে। বাংলাদেশ থেকে ইতোপূর্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মান্নানকে এএবিএল ফেলোশিপ প্রদান করেছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে তিন দিনব্যাপী ‘বালি ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্স ২০১৭’ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিকভাবে খ্যাত অস্ট্রেলিয়ান রিসার্চ প্রতিষ্ঠান (এএবিএল) এ কনফারেন্সের আয়োজন করে। এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এ কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে যোগদান করেন। এ অনুষ্ঠানে তাকে এ ফেলোশিপ সার্টিফিকেট প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি। জামাই ষষ্ঠী পালন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ পারিবারিক বন্ধনে ধূমধামের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের ‘জামাই ষষ্ঠী’ পালিত হয়েছে বুধবার। হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটি উদযাপন করে সম্প্রীতির মেল বন্ধনে। পড়শীদেরও নিমন্ত্রণ করা হয়। মূলত বছরের জ্যৈষ্ঠের মধুমাসের এই দিনটি আলাদাভাবে বরাদ্দ থাকে জামাইদের জন্য। এই দিনে মেয়ে জামাইদের নিমন্ত্রণ করা বাধ্যতামূলক। জামাইরা অধীর আগ্রহে অপেক্ষা করে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে। দিনপঞ্জীর এবারের ক্ষণটি পড়েছে বুধবার। ষষ্ঠী পূজার আয়োজনে দেবতার সামনে যে ডালা নিয়ে যাওয়া হয় তার মধ্যে থাকে খেজুরসহ মৌসুমি ফলফলাদি। এই ডালা জামাইরা মাথায় করে নিয়ে যায়। জামাই ছাড়া আর কেউ এই ডালা বহন করতে পারে না। মানুষের কঙ্কালভর্তি ব্যাগ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে মানুষের কঙ্কালভর্তি ব্যাগ রেখে দৌড়ে পালিয়ে গেল চোর। পরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকা থেকে বুধবার দুপুরে কঙ্কালভর্তি ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হন। এ সময় বাড়ির পাশের ধান ক্ষেতে দুই লোককে চুপচাপ বসে থাকতে দেখেন। পরে তাদের দিকে এগিয়ে গেলে একটি ব্যাগ ফেলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী ব্যাগটি খুলে তাতে মানুষের খুলি, পাঁজরসহ কঙ্কালের বিভিন্ন হাড়গোড় দেখতে পায়।
×