ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে চীন

প্রকাশিত: ০৫:২১, ১১ মে ২০১৭

রোহিঙ্গা সঙ্কট সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে চীন

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা দিতে চীনের আগ্রহ ধীরে ধীরে বাড়ছে। রাখাইন রাজ্যের সঙ্কট নিরসনে মিয়ানমারের প্রতিবেশী ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে চীনের পদক্ষেপ চাওয়ার পর দেশটি ইতিবাচক সাড়াও দিয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে দুটি চীনা প্রতিনিধি দলের ঢাকা সফরকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত সান গোশিয়াং ও দেশটির ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের সিনিয়র উপদেষ্টা লি ঝিউলিং গত দুই সপ্তাহের ব্যবধানে ঢাকা সফর করেছেন। সর্বশেষ গত সোমবার ঢাকায় সিনিয়র উপদেষ্টা লি ঝিউলিংয়ের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এক বৈঠক হয়েছে। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনের সহায়তা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সে সময় চীনা উপদেষ্টা এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন চীনা উপদেষ্টা। বৈঠকে রোহিঙ্গা সমস্যা ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য দূর করতে চীনের বাজারে বাংলাদেশের রফতানিযোগ্য ১৭ পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশের সুযোগ করে দেয়ার জন্য চীনকে অনুরোধ করা হয়। এর আগে গত ২৩-২৬ এপ্রিল ঢাকা সফর করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত সান গোশিয়াং। সে সময় পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক বৈঠক হয়। সে বৈঠকে পররাষ্ট্র সচিবের সঙ্গে রোহিঙ্গা সঙ্কট সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গত ৯ অক্টোবরের পর থেকে বাংলাদেশে আরও ৭০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আর আগে থেকেই বাংলাদেশে আরও তিন লাখ রোহিঙ্গা অবস্থান করছে। রোহিঙ্গারা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে বলে চীনের বিশেষ দূতকে অবহিত করা হয়। এছাড়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখার জন্য কক্সবাজারে যাওয়ার জন্যও বিশেষ দূতকে অনুরোধ করা হয়। এর প্রেক্ষিতে মিয়ানমারের প্রতিবেশী ও প্রভাবশালী দেশ হিসেবে রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের সহযোগিতা চাওয়া হয়। চীনের বিশেষ দূত সান গোশিয়াং রোহিঙ্গা সঙ্কট সমাধানে তার দেশ সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন। মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট সমস্যা সমাধানে অনেক আগেই বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছে। বাংলাদেশের আহ্বানে আন্তর্জাতিক সম্প্রদায় সাড়াও দিয়েছে। বিশেষ করে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন সংস্থা ও দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তবে মিয়ানমারের ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে আসছে বাংলাদেশ। কেননা ঢাকা-বেজিংয়ের মধ্যে এখন উচ্চতর সম্পর্ক বিরাজ করছে। সে কারণে রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের সহযোগিতা নিতে চায় বাংলাদেশ। চীনের বিশেষ দূতের ঢাকা সফরের মধ্যে দিয়ে এই সহযোগিতার নতুন পথ ধীরে ধীরে খুলবে বলে প্রত্যাশা করছে সরকার। সূত্র জানায়, আগামী ১৪-১৫ মে বেজিংয়ে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ সামিটে বাংলাদেশে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে চীন। সেখানে বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী অংশ নেবেন। সামিটের ফাঁকে সাইড লাইন বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়েও আলোচনা হতে পারে। মিয়ানমার সীমান্তে নতুন করে রোহিঙ্গা সঙ্কট তৈরির পর পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এর আগে মিয়ানমারের বিশেষ দূত ইউকিও তিন ঢাকা সফর করেছেন। মিয়ানমারের বিশেষ দূতের ঢাকা সফরের পরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ দূত ইয়াংহি লিও বাংলাদেশ সফর করেন। ইয়াংহি লি বাংলাদেশ সফরের পর জাতিসংঘে যে প্রতিবেদন পেশ করেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার রোহিঙ্গাদের নির্মূল করতে চায়। এ বিষয়ে ইতিবাচক ভূমিকা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছর ৯ অক্টোবর মিয়ানমারের পুলিশ ফাঁড়িতে হামলায় ৯ পুলিশ নিহত হওয়ার পর থেকে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর চরম নিপীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। জীবন বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। ৯ অক্টোবরের পর থেকে বাংলাদেশে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা প্রবেশ করে। আর বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৩০ হাজার শরণার্থী রয়েছেন। এর আগে থেকেই আরও তিন লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছেন। রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজার থেকে সরিয়ে নিয়ে হাতিয়া ঠেঙ্গারচরে আশ্রয় দেয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার।
×