ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মাধবপুরে শিশুসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭

মাধবপুরে শিশুসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ।। মাধবপুরে শিশু সন্তানসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামে ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হচ্ছেন পিন্টু দেবের স্ত্রী মিলি দেব (২১) ও তার দেড় বছর বয়সী ছেলে প্রতীক দেব। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, পিন্টু ও তার স্ত্রীর মধ্যে রবিবার ঝগড়া হয়। সোমবার সকালে পিন্টু ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে তাদের ঝগড়ার জের ধরেই স্বামী বেরিয়ে গেলে সন্তানকে ঘরের তীরে ঝুলিয়ে মিলি নিজেও আত্মহত্যা করেছেন। শাড়ি ও চাঁদর দিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে। পরবর্তীতে নিহত মহিলার পরিবার থেকে কোন অভিযোগ এলে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এদিকে, নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ থেকে জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মা-সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিছক আত্মহত্যা নাকি হত্যাকান্ড তা খতিয়ে দেখার দাবী তুলেছে এলাকার সাধারন মানুষ। পুলিশ বলছে, এই মৃত্য নাকি পারিবারিক কলহের জের ধরেই এবং তা আত্মহত্যার ঘটনা। তবে ইতিমধ্যে সংশ্লিস্ট এলাকার সর্বত্র প্রশ্ন উঠেছে, ওই দুটি মৃত দেহ পায়ের পাতা গুলো নাকি মেঝেতে লাগানো ছিল। এছাড়া মা তার সন্তানকে নিয়ে আত্মহত্যা করতে চাইলে রাতের আঁধারেই করতে পারতেন। এতেই অনেকের ধারনা, এমন নির্মম মৃত্যুর ঘটনা নিছক আত্মহত্যার ঘটনা নাও হতে পারে। অপরদিকে জানা গেছে এই ঘটনায় মিলির স্বামী পিন্টুসহ তার শ্বাশুড়ী পঞ্চমী দেব পলাতক রয়েছে। তন্মধ্যে অভিযোগও রয়েছে, মিলির বিয়ে হয় ৩ বছর। এই তিন বছর ধরেই শ্বাশুড়ী তাকে মানসিক টর্চার করতো। বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত রহস্য উন্মোচনের দাবী মিলির বাবার বাড়ীর লোকজন ও সংশ্লিস্ট এলাকার সাধারন মানুষের।
×