ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আজ আধাবেলা হরতাল

সিরাজগঞ্জে মেয়রের গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

 সিরাজগঞ্জে মেয়রের গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতে গুরুতর আহত দৈনিক সমকালের সাংবাদিক আঃ হাকিম শিমুল শুক্রবার দুপুর ১টায় ইন্তেকাল করেছেন। ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, বৃহস্পতিবার মেয়রের ভাই পিন্টুর নেতৃেেত্ব একদল সন্ত্রাসী ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে রাস্তা থেকে জোরপূর্বক মেয়রের বাসায় নিয়ে ব্যাপক মারধর করে গুরুতর আহত করে। জানা গেছে, একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মেয়রের সঙ্গে ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের বাগ্বিত-া চলে আসছিল। এরই সূত্র ধরে বিজয়কে মাারপিট করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি হাসপাতালে পঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিজয়ের গ্রামের লোকজন একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিজয়ের অবস্থার অবনতি হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুনরায় একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে মেয়রের বাসার দিকে অগ্রসর হলে মেয়রের বাসা থেকে মেয়র ও তার ভাই মিন্টু এবং পিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিক্ষোভকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে মেয়রের হাতে অস্ত্রসহ ছবি তোলার সময় মেয়র গুলি ছুড়লে সমকালের সাংবাদিক আঃ হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে যমুনা সেতুর কাছে তার মৃত্যু হয়। পরে লাশ শাহজাদপুর থানায় আনা হয় এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সাংবাদিক শিমুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিক একত্রিত হয়ে মেয়রের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়াও এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ও মেয়রকে গ্রেফতারের দাবিতে শনিবার আধাবেলা হরতাল ডাকা হয়। এছাড়াও শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে ও শনিবার পৃথকভাবে হরতাল আহ্বান করেছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম শাহজাদপুরে সাংবাদিকদের বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করব। তিনি নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ ঘটনায় মেয়রের ভাই মিন্টু ও পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানা গেছে। নিহত সাংবাদিক শিমুল উপজেলার পোতাজিয়া ইউপির মাদলা গ্রামের মৃত আঃ গফুরের ছেলে। সাংবাদিক খুনের খবর শুনে নানির মৃত্যু নিজস্ব সংবাদদাতা,শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতে আহত সাংবাদিক আঃ হাকিম শিমুলের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে তার নানি রোকেয়া বেগম (৯০) হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। জানা গেছে, মৃত্যুর খবর শোনার পর থেকেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এর এক পর্যায়ে সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
×