ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ওয়ানডে-টি২০তেও অধিনায়ক কোহলি

প্রকাশিত: ০৫:৫৪, ৭ জানুয়ারি ২০১৭

ওয়ানডে-টি২০তেও অধিনায়ক কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অনুমিতভাবেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে ওয়ানডে ও টি২০ অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে বেছে নিয়েছে ভারত। শুক্রবার দেশটির নির্বাচকম-লী কোহলির নেতৃত্বে দল ঘোষণা করে। ফলে এখন থেকে টেস্টের পাশাপািশ রঙিন পোশাকের আর্মব্যান্ডও থাকছে তুখোড় এই ব্যাটসম্যানের বাহুতে। অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিংকে ফেরানো হয়েছে। অবসর নিলেও যথারীতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে আছেন ধোনি। সিরিজ সামনে রেখে হুট করে নেতৃত্ব ছাড়ায় ভারত জুড়ে আলোচনায় এখন দু-দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সুপার কোহলি ‘ক্যাপ্টেন কুল’ ধোনিকে নিজের সব সময়ের অধিনায়ক বলে মন্তব্য করেছেন। সাবেক তারকারাও এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ১৫ জানুয়ারি পুনেতে শুরু ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর রয়েছে সমানসংখ্যক টি২০। কোহলির নেতৃত্বে পাঁচ টেস্টের সিরিজ ৪-০তে জিতে নেয় স্বাগতিকরা। ব্যাট হাতে, ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত করছেন তিনি, ধোনির হঠাৎ সিদ্ধান্তে ছোট ফরমেটেও তার অধিনায়কত্ব পাওয়ার বিষয়টা তাই স্বাভাবিক। ক্যাপ্টেন কুল সম্পর্কে কোহলি বলেন, ‘ধন্যবাদ ধোনি ভাই। তরুণ ক্রিকেটাররা সবসময় তোমাকে পাশে পেতে চায়। তুমি সবসময় আমার অধিনায়ক হয়েই থাকবে।’ ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনি। এরপর সাদা পোশাকে ভারতকে নেতৃত্ব দিতে থাকেন কোহলি। দুর্দান্ত সব সাফল্যও তুলে নেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নেতৃত্ব ছাড়ার কথা ধোনি নিজেই জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটেই ভারতের অন্যতম সফল ক্রিকেটার ধোনি। অস্ট্রেলীয় ব্যাটসম্যান রিকি পন্টিং এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যান স্টিফেন ফ্লেমিংয়ের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সংখ্যক ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার অধীনে ২০০৭ টি২০ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয় করে ভারত। ধোনির প্রশংসা করেছেন গ্রেট সুনীল গাভাস্কারসহ অনেকেই। ভারত ওয়ানডে দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, মনিশ পাে , কেদার যাদব, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, হার্দিক পাি য়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব ভারত টি২০ দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মনদ্বীপ সিং, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না, ঋষভ পান্থ, হার্দিক পাি য়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, মনিশ পাে , জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও আশীষ নেহরা।
×