ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফের সামরিক শাখা প্রধান আটক

প্রকাশিত: ০৪:১৭, ১৫ নভেম্বর ২০১৬

নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফের সামরিক শাখা প্রধান আটক

খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সামরিক শাখার প্রধান উজ্জল স্মৃতি চাকমাসহ ৬ জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলায় পেরাছড়া হেডম্যানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় যৌথ বাহিনী পেরাছড়া হেডম্যানপাড়া এলাকায় ইউপিডিএফের গোপন আস্তানটি ঘেরাও করে ফেলে। এ সময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও যৌথ বাহিনী অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ ইউপিডিএফের সামরিক শাখার প্রধান উজ্জল স্মৃতি চাকমাসহ ৬ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে রুপম চাকমা (২৫), রিন ত্রিপুরা (৩৬), সমাপন দেওয়ান (২৮), বাবুল মারমা (১৯) ও সন্ধিপন চাকমা (২০)। সন্ত্রাসীদের গোপন আস্তানা তল্লাশী করে ১টি পিস্তল, ১টি এলজি, ১টি সিংগেল বোর রাইফেল, ১টি ২২ বোর রাইফেল, ৭টি মোবাইল সেট, নগদ ১৬০০০ টাকা, ১টি মোটর সাইকেল ও ধারালো অস্ত্রসহ বেশকিছু সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। -আইএসপিআর বোয়ালখালীতে জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বোয়ালখালীতে পরীক্ষা দিতে এসে নিখোঁজ হয়েছে এক জেএসসি পরীক্ষার্থী। নিখোঁজ তৃষ্ণা পাল (১৪) উপজেলার সারোয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। রবিবার শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে এসে নিখোঁজ হয় সে। তৃষ্ণা উপজেলার সারোয়াতলী গ্রামের উত্তম আইচের বাড়ির বাসু দেব পালের মেয়ে। এ ঘটনায় বোয়ালখালী থানায় রাতে নিখোঁজ ডায়েরি করেছেন পরীক্ষার্থীর পিতা। ইস্টার্ন ভার্সিটিতে ল এ্যালামনাই এ্যাসোসিয়েশন ইস্টার্ন ইউনিভার্সিটি ল’ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের কমিটি গঠনে ১২ নবেম্বর ২০১৬, শনিবার ধানম-ির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান ড. জহুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। প্রধান নির্বাচন কমিশনার জি. এম. নাজমুছ শাহাদাৎ ২০১৬-২০১৭ সালের জন্য ২৯ সদস্যসহ সভাপতি পদে রবিউল আলম (রবিন) ও সাধারণ সম্পাদক পদে চৌধুরী হাসান আব্দুল্লাহর (রাজেন) নাম ঘোষণা করেন। -বিজ্ঞপ্তি
×