ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নকআউট পর্ব নিশ্চিত করতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা

ফাঁকা মাঠে রিয়ালকে আতিথ্য দেবে ওয়ারশ

প্রকাশিত: ০৫:৩৯, ২ নভেম্বর ২০১৬

ফাঁকা মাঠে রিয়ালকে আতিথ্য দেবে ওয়ারশ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম লেগে স্পেনের সান্টিয়াগো বার্নাব্যুতে হাঙ্গামা করেন পোল্যান্ডের ক্লাব লেজিয়া ওয়ারশর সমর্থকরা। রিয়াল মাদ্রিদের কাছে ৫-১ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে সমর্থকদের উগ্র আচরণের শাস্তি পাচ্ছে পোলিশ ক্লাবটি। আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে ‘এফ’ গ্রুপের ফিরতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ওয়ারশ। কিন্তু প্রথম লেগে দর্শক হাঙ্গামার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফাঁকা গ্যালারিতে। ইউরোপিয়ান ফুটবলের নীতিনির্ধারণী সংস্থা (উয়েফা) পোলিশ আর্মি স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে। এ কারণে ফাঁকা গ্যালারিতেই হবে রোনাল্ডো, বেল, বেনজামাদের ফুটবলশৈলী। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড- স্পোর্টিং সিপি। আজকের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে ‘ই’ গ্রুপে মোনাকো-সিএসকেএ মস্কো ও টটেনহ্যাম হটস্পার-বেয়ার লেভারকুসেন। ‘জি’ গ্রুপে কোপেনহেগেন-লিচেস্টার সিটি, পোর্তো-ক্লাব ব্রুগে এবং ‘এইচ’ গ্রুপে সেভিয়া-ডায়নামো জাগরেব ও জুভেন্টাস-লিঁও মুখোমুখি হবে। মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও লেজিয়া ওয়ারশর মধ্যকার প্রথম লেগের ম্যাচের আগে পুলিশ ও সমর্থকদের সংঘর্ষে ৭ জন আহত হয়। পোলিশ ক্লাবটির সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। স্প্যানিশ পুলিশ কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে মামলা হয় অনেকের নামে। কর্তৃপক্ষের ধারণা ম্যাচটি দেখার জন্য আনুমানিক সাড়ে তিন হাজার পোলিশ সমর্থক সান্টিয়াগো বার্নাব্যুতে এসেছিল। তাদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় ২০০০ নিরাপত্তা কর্মী। আহতদের মধ্যে ৫ জন ওয়ারশ ক্লাবের সমর্থক। বাকি দু’জন পুলিশ। রিয়াল-ওয়ারশ ম্যাচ শুরুর আগেই সংঘর্ষ শুরু হয়। এ সময় উগ্র সমর্থকরা কাঁচের গ্লাস ও বোতলসহ হাতের কাছে যা কিছু পেয়েছে তাই ছুড়ে মারতে থাকে পুলিশের দিকে। ঘটনার চিত্র ধারণ করা সাংবাদিকরাও তখন ঝুঁকির মধ্যে পড়ে যায়। প্রায় একঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরবর্তীতে উয়েফা এই আচরণের শাস্তিস্বরূপ ওয়ারশর মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রথম লেগের ম্যাচটিতে গোলোৎসব করে রিয়াল। তবে অবাক ব্যাপার, রিয়ালের গোলবন্যায় একটি গোল করতে পারেননি সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই ম্যাচে একটি করে গোল করেন গ্যারেথ বেল, মার্কো এ্যাসেনসিও, লুকাস ভারকুয়েজ ও আলভারো মোরাটা। অপর গোলটি আসে মিডফিল্ডার থমাস জেডোউইচের আত্মঘাতীর সৌজন্যে। পেনাল্টি থেকে অতিথি ওয়ারশর হয়ে একমাত্র গোলটি করেছিলেন মিরোসøাভ রাডোভিচ। আরেক ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ২-১ গোলে হারিয়েছিল পর্তুগালের স্পোর্টিং সিপিকে। বর্তমানে ‘এফ’ গ্রুপে রিয়াল ও ডর্টমুন্ড দু’দলের ভা-ারেই জমা ৭ পয়েন্ট করে। তবে গোলগড়ে একে রিয়াল ও দুইয়ে ডর্টমুন্ড। দু’টি দলেরই নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল। আজ রাতে দু’টি দলই সেরা ষোলো নিশ্চিত করার লক্ষ্যে নামছে। জিতলে রিয়াল ও ডর্টমুন্ড দু’দলই নকআউট পর্ব নিশ্চিত করবে দুই ম্যাচ হাতে রেখে। ইংলিশ প্রিমিয়ার লীগে বেহাল দশা হলেও ইউরোপ সেরার লড়াইয়ে অপ্রতিরোধ্য ছন্দেই ছুটছে লিচেস্টার সিটি। ইপিএলের চ্যাম্পিয়নরা ‘জি’ গ্রুপের আগের ম্যাচে ১-০ গোলে হারায় ডেনমার্কের কোপেনহেগেনকে। বিজয়ী দলের হয়ে গোল করেন রিয়াদ মাহরেজ। যা লিচেস্টারের টানা তিন জয়। এই জয়ে শেষ ষোলোতে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ক্লাউডিও রানিয়েরির দল। গ্রুপের আরেক ম্যাচে পর্তুগালের এফসি পোর্তো ২-১ গোলে হারায় বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে। অধিনায়ক ও তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দক্ষতায় ‘এইচ’ গ্রুপে জয় পেয়েছে জুভেন্টাস। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারায় স্বাগতিক ফরাসী ক্লাব লিঁওকে। ম্যাচে এক পর্যায়ে দশজনের দলে পরিণত হয়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু প্রতিপক্ষের স্পট কিক রুখে দিয়ে জুভেন্টাসকে অনন্য জয় উপহার দেন বুফন। ডেনমার্কের মাঠে আজকের ম্যাচে জিতলে বা ড্র করলেই ইতিহাস গড়ে নকআউট পর্বে নাম লেখাবে লিচেস্টার। সে লক্ষ্যেই মাঠে নামবে ইংলিশ চ্যাম্পিয়নরা।
×