ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ১০ টাকা দরে চাল বিতরণ শুরু

প্রকাশিত: ০৬:৩১, ৯ সেপ্টেম্বর ২০১৬

বাগেরহাটে ১০ টাকা দরে চাল বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায়’ হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১০ টাকা দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গোটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, ইউপি চেয়ারম্যান শমশের আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ। বাগেরহাটের ৯টি উপজেলায় প্রায় ৯০ হাজার পরিবারের মাঝে ১০ টাকা দরে চাল বিতরণ করা হচ্ছে। ৩০ কেজি করে চাল বছরের ৫ মাস দেয়া হবে। প্রতি ৫শ’ জন কার্ডধারীর জন্য একজন ডিলার নিয়োগ করা হয়েছে। সপ্তাহে শুক্র, শনি ও মঙ্গলবার চাল বিক্রি হবে।
×