ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বললেন মাহমুদুল্লাহ রিয়াদ

‘আমরা খেলার জন্যই প্রস্তুত হচ্ছি’

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ আগস্ট ২০১৬

‘আমরা খেলার জন্যই প্রস্তুত হচ্ছি’

স্পোর্টস রিপোর্টার ॥ ঈদুল আযহার পর থেকে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন চলছে। শুরুতে ফিটনেস ক্যাম্প হয়েছে। এরপর হয়েছে ব্যাট-বলের অনুশীলন। বৃহস্পতিবার থেকে নিজেদের মধ্যে লাল ও সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলাও শুরু করেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। তিন ম্যাচের এ প্রস্তুতিমূলক সিরিজের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ৬২ রান করেন। জেতার পর মাহমুদুল্লাহ ইংল্যান্ড সিরিজ নিয়ে বললেন, ‘আমরা খেলার জন্যই প্রস্তুত হচ্ছি।’ ম্যাচে মুশফিকুর রহিম অপরাজিত ৯০ ও নাসির হোসেন ৪৭ রান করেন। তাসকিন আহমেদ ৪, মাশরাফি বিন মর্তুজা ২টি উইকেট নেন। ম্যাচ শেষে প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে মাহমুদুল্লাহ জানান, ‘ভাল একটা শুরু ছিল। এটা প্রস্তুতি ম্যাচ হলেও সবার ম্যাচে খুব ভাল ফোকাস ছিল। সকালবেলা যখন আমরা ফিল্ডিংয়ে নামলাম, তখন মাশরাফি ভাই কথা বলছিল। সেখানে ম্যাচের মতো মানসিকতা নিয়ে খেলার কথা বলেছি। অনেকদিন ধরে আমরা ম্যাচও খেলছিলাম না। সবাই এই প্রস্তুতি ম্যাচের জন্য অপেক্ষা করছিল। আমার মনে হয় ভাল শুরু হয়েছে। আশা করি সামনে আরও দুটি অনুশীলন ম্যাচ আছে, সেখানে এর চেয়ে ভাল হবে।’ সঙ্গে যোগ করেন, ‘সকালে উইকেট একটু কঠিন ছিল। দ্বিতীয় ইনিংসে নতুন বলে বেশ ভাল সুইং করেছে। দ্রুত উইকেট পড়ে ছিল শুরুতে। ওদের পড়েছিল। আমরা হয় তো বা ওভারকাম করাতে ম্যাচটা জিততে পেরেছি। সবাই যদি ইনশাল্লাহ আরও একটু চেষ্টা করে তাহলে সামনে ম্যাচে ভাল করতে পারবে। আমি নিশ্চিত সবাই চেষ্টা করেছে। সামনে ম্যাচে হয় তো এর প্রতিফলন পাওয়া যাবে।’ নিজের ইনিংস সম্পর্কে মাহমুদুল্লাহ বলেন, ‘আমি শুধু আমার নরমাল প্রসেস অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। কারণ ওই সময়টাতে একটা জুটি প্রয়োজন ছিল। সৈকত আমার সঙ্গে দারুণ ব্যাটিং করেছে। সবুজ দলের মুশফিক ও নাসির খুব ভাল একটা জুটি গড়েছিল। আশা করি আস্তে আস্তে আমাদের আরও উন্নতি হবে। সবাই খুব ফোকাস ছিল, কারণ ম্যাচের একটা গ্যাপ ছিল। সবাই আমরা ক্যাম্প করলাম, এখন ম্যাচ অনুশীলনের একটি সুযোগ এসেছে। তারপর সামনে বিসিএল আছে। এর সবাই ব্যক্তিগত পরিকল্পনা করছে। কিভাবে ভাল করা যায়। এটা ভাল দিক।‘ মানসিকভাবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য কতটা প্রস্তুত? এ প্রশ্ন আসতেই মাহমুদুল্লাহ বলেন, ‘আমরা শুধু আমাদের প্রস্তুতি নিয়ে চিন্তা করছি। আমরা আশা করছি উনারা (ইংল্যান্ড ক্রিকেট দল) আসবেন এবং আমরা খেলার জন্যই প্রস্তুত হচ্ছি। আমাদের ফোকাসটা ওইদিকেই। ওয়ানডে এবং টেস্ট সিরিজ দুইটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলব। আমাদের ফোকাস ওইদিকেই। আমরা আমাদের কাজগুলো যেন ঠিকঠাক মতো করতে পারি, প্রস্তুতি নিতে পারি, ওটাই আমরা চিন্তা করছি। এর বাইরে কিছু চিন্তা করছি না।’ ইংল্যান্ড ক্রিকেট দলের প্রতি বার্তা দিতে গিয়ে মাহমুদুল্লাহ বলেছেন, ‘আমার মনে হয় যে ইস্যুটা নিয়ে কথা হচ্ছে এটা গ্লোবাল ক্রাইসিস। আমার মনে হয় বোর্ড থেকে ওনারা আরও ভাল বলতে পারবেন। আমি আগেই বললাম, আমরা আশাবাদী উনারা আসবেন। এবং আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ খেলব।’
×