ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাসর ঘরে বরের মৃত্যু ॥ প্রাণ ফিরে পেতে বিষহরির পূজা

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ জুলাই ২০১৬

বাসর ঘরে বরের মৃত্যু ॥ প্রাণ ফিরে পেতে বিষহরির পূজা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ জুলাই ॥ সদর উপজেলার ঢোলার হাট এলাকায় বাসর ঘরে প্রদীপ কুমার বর্মন (২০) নামে বরের মৃত্যু হয়েছে। বিষহরী দেবীকে সন্তুষ্ঠ করতে পারলে বর প্রাণ ফিরে পাবে এই বিশ^াসে শুক্রবার সকাল থেকে দীর্ঘ চার ঘন্টা ধরে চলে ঝাঁড়ফুক। চাঞ্চল্যকর এ খবর ছড়িয়ে পড়লে বরের বাড়িতে হাজার মানুষের ভীড় জমে। জানা যায়, গত বুধবার রাতে সদর উপজেলার আরাজি দক্ষিণ বঠিনা গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে প্রদীপ চন্দ্র রায় পার্শ্ববর্তী ছোট খড়িবাড়ি গ্রামের সন্তোষ চন্দ্র বর্মনের মেয়ে প্রতীমা রানীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বৃহস্পতিবার সারাদিন বৌভাত শেষে রাত ৪টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও কনে বাসর ঘরে যায়। শুক্রবার সকাল ৮/৯ টা অবধি বর ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে তার সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন প্রদীপকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে তারা লাশ নিয়ে আবার বাড়িতে আসে। এব্যাপারে জরুরী বিভাগের চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বাড়িতে ফিরে পরিবার পরিজনরা প্রদীপের মৃত্যুকে না মেনে বিষহরী দেবীর কাজ ভেবে তাকে ফের বাঁচিয়ে তুলতে পূজা অর্চনা ও ঝাঁড়ফুক শুরু করে। শুধু তাই নয়, পরিবারের লোকজন লাশের হাতে পায়ে তেল মালিশ করে। বিকেল ৪ টা পর্যন্তলাশ নিয়ে চলে টানা হেঁচড়া। কনে প্রতীমা রাণী স্বামীর প্রাণ ফিরে পেতে লাশের পাশে বসে মা কালির কাছে আকুতি জানায়। বিকেল সাড়ে ৪টায় সকল চেষ্টা ও আশা ব্যর্থ হওয়ায় বাড়িতে কান্নার রোল পড়ে।
×