ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এখন পর্যন্ত কোন গোল পাননি রোনাল্ডো-লেভানডোস্কি-ইব্রাহিমোভিচ

ইউরোতে নিষ্প্রভ তারকা স্ট্রাইকাররা

প্রকাশিত: ০৬:৩৬, ২২ জুন ২০১৬

ইউরোতে নিষ্প্রভ তারকা স্ট্রাইকাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সে চলমান ইউরোতে এবার নিষ্প্রভ স্ট্রাইকাররা। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার গত আসরে সম্মিলিতভাবে ২০৩ গোল করে আলো ছড়িয়েছিল আক্রমনভাগ। অথচ এবার গোল খরায় ভোগছেন স্ট্রাইকাররা। ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে ইউরোতে এবার ফেবারিট হিসেবেই খেলতে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রবার্ট লেভানডোস্কি, জ¬াতান ইব্রাহিমোভিচ, টমাস মুলার এবং হ্যারিকেনের মতো তারকারা। কিন্তু সোমবার পর্যন্ত কোন গোলই পাননি ইব্রাহিমোভিচ-রোনাল্ডো-লেভানডোস্কিরা। যা খুবই হতাশার এবং দুঃখজনক! ইউরোর এবারের আয়োজক দেশ ফ্রান্স। গত ১০ জুন আইফেল টাওয়ারের দেশে শুরু হয় ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। এর আগে ১৬ দেশ ইউরোতে অংশগ্রহণ করে। তবে এবারই প্রথমবার ২৪ দেশ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউরো। কিন্তু স্টাইকারা ভোগছেন গোল খরায়। রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমটা দারুণ কেটেছে রোনাল্ডোর। স্প্যানিশ ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়নশিপ জেতাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন সি আর সেভেন। অথচ ইউরোতে পতুর্গালের জার্সিতে যেন অচেনা রোনাল্ডো। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে কোন গোলের দেখাই পাননি তিনি। ইউরোর প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফার্নান্দো সান্তোসের দল। সেই ম্যাচে পতুর্গালের হয়ে একমাত্র গোলটি করেছিলেন ন্যানি। কিন্তু দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও গোলশূন্য ড্র করে পেপে-রোনাল্ডোরা। ইউরোতে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করায় গ্রুপ পর্বের বাধা পেরোনোতেই সংশয়ে পর্তুগাল। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশটির কিংবদন্তি ফুটবলার লুইস ফিগোকে (১২৭) ছাড়িয়ে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন সি আর সেভেন। কিন্তু রেকর্ড গড়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে পারলেন না রিয়াল তারকা, যা খুবই হতাশাজনক। এ প্রসঙ্গে সি আর সেভেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক। এইভাবে কখনই রেকর্ড গড়তে চাইনি আমি। আমাদের অসংখ্য সুযোগ ছিল। ম্যাচে আমরা খেলেছিও ভাল কিন্তু শেষটা ভাল হয়নি। আমি নিজেও কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি। পেনাল্টিসহ আরও কিছু মিস করেছি আমি। তবে এগুলো খেলারই অংশ। আমাদের ওপর বিশ্বাস রাখতে হবে।’ সুইডেনের ইব্রাহিমোভিচেরও একই হাল। প্রথম দুই ম্যাচে কোন গোল করতে পারেননি দলের সেরা তারকা ইব্রা। এর ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় তারা। পিএসজির হয়ে গত মৌসুমটা অসাধারণ কেটেছে ইব্রার। এই জুনেই ফরাসী ক্লাবটির সঙ্গে সব ধরনের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে তার। ইব্রাকে পেতে মরিয়া ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু ইউরোতে নিষ্প্রভ এই সুইডিশ স্ট্রাইকার। নিজেদের মেলে ধরতে ব্যর্থ হচ্ছেন বেয়ার্ন মিউনিখের দুই তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি এবং টমাস মুলারও। প্রথম দুই ম্যাচে কোন গোলই পাননি তারা। তবে ‘সি’ গ্রুপ থেকে জার্মানি এবং পোল্যান্ড উভয় দলই শেষ ষোলোতে যাওয়ার স্বপ্ন দেখছে। সেক্ষেত্রে আজকের ম্যাচ দুটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুলারের জার্মানি খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে। আর লেভানডোস্কির পোল্যান্ডের প্রতিপক্ষ ইউক্রেন। প্রথম দুই ম্যাচে গোল না পাওয়া এই দুই দলের সেরা দুই তারকা আজ নিশ্চয়ই নিজেদের নিজ নিজ ম্যাচে আলো ছড়ানোর লক্ষ্য নিয়েই খেলতে নামবেন।
×