ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে

প্রকাশিত: ০৭:২৪, ৫ জুন ২০১৬

বাঁশখালীতে ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৪ জুন ॥ চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প রুট বাঁশখালীর চাম্বল এলাকার প্রধান সড়কে ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে আটকা পড়েছে। যার ফলে চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী। শনিবার সারাদিন এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও বিকেল পর্যন্ত সড়ক ও জনপথ দোহাজারী বিভাগ থেকে ব্রিজ সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে বাঁশখালী থানা পুলিশ ওই এলাকায় যান চলাচলের নিয়ন্ত্রণ নিয়েছে। জানা যায়, শনিবার উপজেলার চাম্বল বাজার সংলগ্ন প্রধান সড়কের ওপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে গিয়ে পাথর বোঝাই ট্রাক খাদে আটকা পড়েছে। এই সময় এই সড়কের যাতায়াতকারী শতশত যানবাহন উভয় পাশে আটকা পড়ে। যার ফলে চট্টগ্রাম-কক্সবাজারের বিভিন্ন উপজেলায় যাতায়াতকারী হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছে। এই ব্রিজ দিয়ে যানবাহন তো দূরের কথা সাধারণ মানুষ পর্যন্ত পার হতে পারছে না। বিকল্প পারাপারের রোড হিসেবে মানুষ ব্যবহার করছে ধানক্ষেতের ওপর দিয়ে। এই যখন কক্সবাজারের বিকল্প রুট বাঁশখালীর প্রধান সড়কের পরিস্থিতি তখন ব্রিজ সংস্কারে উদ্যোগ গ্রহণ করেননি সড়ক ও জনপদ বিভাগের কর্তারা। সারাদিন দুর্ভোগে পড়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে এই বেইলি ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হলেও সড়ক ও জনপদ বিভাগের দায়সারা ভাব লক্ষ্য করা গেছে। দ্রুত বেইলি ব্রিজটি সংস্কার করা না হলে চরম দুর্ভোগ পোহাবে এই সড়ক দিয়ে যাতায়াতকারী হাজারো যাত্রী।
×